শনিবার ভিত্তিপ্রস্থর স্থাপন, ভাইরাল বারাণসী স্টেডিয়ামের নকশা

শনিবার ভিত্তিপ্রস্থর স্থাপন, ভাইরাল বারাণসী স্টেডিয়ামের নকশা
22 Sep 2023, 02:24 PM

শনিবার ভিত্তিপ্রস্থর স্থাপন, ভাইরাল বারাণসী স্টেডিয়ামের নকশা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আগামীকাল ভিত্তিপ্রস্থর স্থাপন হবে নতুন বারাণসী স্টেডিয়ামের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাবিত ডিজাইন। সেই সকল ছবি থেকে দেখা গিয়েছে, বারাণসী ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইট দেখতে মহাদেবের ত্রিশূলের মতো। প্রেসবক্স মহাদেবের ডুগডুগির মতো। উপর থেকে ওই স্টেডিয়াম দেখতে লাগবে অর্ধচন্দ্রর মতো। যেমন মহাদেবের জটায় থাকে অর্ধচন্দ্র।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ সেপ্টেম্বর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রজার বিনি, জয় শাহ, রাজীব শুক্লার মতো বোর্ডের শীর্ষকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  বারাণসী থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিজের সংসদীয় এলাকাতেই এবার হতে চলেছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম।

জানা গিয়েছে, স্টেডিয়ামটি তৈরি হতে সময় লাগবে প্রায় আড়াই বছর। খরচ হতে পারে ৪৫০ কোটি টাকা। আগামী দিনে বেনারস ঘুরতে আসা পর্যটকদের কাছে এই স্টেডিয়ামও হবে এক বিশেষ দর্শনীয় স্থান। শুধু তাই নয়, স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক। সেক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্টই।বারণসীতে এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে ৩০ মাসের মত সময় লাগতে পারে। ৩০.৬ একর জায়গা জুড়ে আধুনিক পরিকাঠামো সহ তৈরি হওয়া এই স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকাসন থাকছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নিজস্ব স্টেডিয়াম আছে আমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভারত-পাকিস্তান মহারণ ও মেগা ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে।

Mailing List