মহাকাশে পাওয়া গেল 'পেট্রোল'! এবার কি তবে চাঁদে বসবাসের আশা দেখা যাচ্ছে

মহাকাশে পাওয়া গেল 'পেট্রোল'! এবার কি তবে চাঁদে বসবাসের আশা দেখা যাচ্ছে
07 Sep 2023, 06:45 PM

মহাকাশে পাওয়া গেল 'পেট্রোল'! এবার কি তবে চাঁদে বসবাসের আশা দেখা যাচ্ছে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ অনেকটা সময় মহাকাশে থাকতে এবং মহাকাশযান চালাতে জ্বালানির প্রয়োজন। এখন পৃথিবী থেকেই মহাকাশ অভিযানের জন্য জ্বালানি পাঠানো হয়। তবে এখন বিজ্ঞানীরা এমন শক্তির উৎস তৈরি করেছেন, যা মহাকাশচারীদের চাঁদে দীর্ঘ সময় থাকতে সাহায্য করবে। ওয়েলসের ব্যাঙ্গর ইউনিভার্সিটি পারমাণবিক জ্বালানী কোষ তৈরি করেছে যা চাঁদের মতো জায়গায় শক্তি উৎপন্ন করতে ব্যবহার করা যেতে পারে।
নাসা 'আর্টেমিস প্রোগ্রাম'-এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চাঁদে (Moon)একটি ঘাঁটি তৈরি করতে চায়। অন্যদিকে মঙ্গল গ্রহেও মানুষের বসতি স্থাপনের প্রস্তুতি চলছে। এমন পরিস্থিতিতে সেখানে থাকার সময় জ্বালানির প্রয়োজন হবে। এখন পর্যন্ত মহাকাশ অভিযানের জ্বালানি পৃথিবী থেকেই নেওয়া হয়। কিন্তু পরমাণু জ্বালানি কোষ প্রস্তুত হওয়ার পর, এটি স্পেস পেট্রোল হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটিও মহাকাশে বসতি স্থাপনে মানুষের জন্য অনেক সাহায্য করবে।
চাঁদের তাপমাত্রা -২৪৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এরকম পরিস্থিতিতে সেখানে বসতি স্থাপন করা মানুষের পক্ষে কঠিন। এই জ্বালানির মাধ্যমে তাপ উৎপন্ন করে মানুষের উপযোগী পরিবেশ তৈরি করা যায়।
নাসা সহ সমস্ত মহাকাশ সংস্থা চাঁদে একটি ঘাঁটি তৈরি করে মঙ্গল গ্রহে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। পৃথিবী (Earth)থেকে মঙ্গল গ্রহে যাত্রা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু এই যাত্রা খুব সহজেই সম্পন্ন করা যায় চাঁদের মাধ্যমে। তবে এটি করতে হলে চাঁদে মানুষের ঘাঁটি থাকা প্রয়োজন। তবে এবার ভাবা হচ্ছে, সব কাজ সম্পন্ন হবে।

Mailing List