শারদীয়ার মরসুমে বঙ্গ সফরে ব্রাজিলিয়ান প্রাক্তনী রোনাল্ডিনহো

শারদীয়ার মরসুমে বঙ্গ সফরে ব্রাজিলিয়ান প্রাক্তনী রোনাল্ডিনহো
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এবার পুজোর সময় তিলোত্তমায় পা রাখতে চলেছেন দু’বারের ব্যালন ডি’ওর এবং ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনাল্ডিনহো গাউচো। ফুটবল উদ্যোগপতি শতদ্রু দত্ত রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসার কথা জানিয়েছেন। এর আগে তিনি পেলে, মারাদোনা, কাফু-সহ আরও অনেক নামীদামি ফুটবলারকে শহরে নিয়ে এসেছেন।
কলকাতায় দু’দিনের সফরে বল পায়ে মাঠেও দেখা যেতে পারে বার্সেলোনার প্রাক্তনকে। কলকাতা ফুটবল লিগে আলোড়ন ফেলে দেওয়া একটি দলের জার্সি পরে মাঠে নামার কথা চলছে ম্যাজিশিয়ানের। ব্রাজিলিয়ানের কলকাতা সফর চলাকালীন শহর মেতে থাকবে শারোদত্সবে।আগামী ১৫ অক্টোবর তিনি বাংলাদেশে যাবেন।দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রোনালদিনহোর সংক্ষিপ্ত সফরের সম্ভাব্য কার্যাবলী সম্পর্কেও এখনও কিছু ঠিক না হওয়ায় এই সফর নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কয়েকমাস আগেই দুই বাংলাতে এসে ঘুরে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বার্সেলোনার জার্সিতে ২০০৩ থেকে ২০০৮ মরশুমে ১৪৫ ম্যাচে ৭০ গোল। ব্রাজিল সিনিয়র দলের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৩ গোল! ২০০৪ ও ২০০৫ মরশুমে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া। ম্যাজিশিয়ান ছাড়া আর কিই বা বলা যায়! পরে এসি মিলানে যোগ দেন রোনালদিনহো। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি’আ লিগ শিরোপাও জেতেন। এর পরই ফর্ম পড়তির দিকে হেলে যায়। বাকি সময়ে তাকে এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে ভিড়তে হন্যে হয়ে ঘুরতে হয়েছে। এ সময়ে তিনি খেলেছেন ফ্লেমেঙ্গো, অ্যাথলেটিকো মিনেইরো, কোয়েরেতারো ও ফ্লুমিনেসের হয়ে।


