ঝাড়গ্রাম জেলার চারটি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন, ঘোষণা হল কর্মাধ্যক্ষদের নামও

ঝাড়গ্রাম জেলার চারটি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন, ঘোষণা হল কর্মাধ্যক্ষদের নামও
18 Sep 2023, 07:25 PM

ঝাড়গ্রাম জেলার চারটি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন, ঘোষণা হল কর্মাধ্যক্ষদের নামও

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক, গোপীবল্লভপুর ২ ,বিনপুর ১ ও বিনপুর ২পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করা হয়। সেইসঙ্গে ঘোষণা করা হয় ওই চারটি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির  কর্মাধ্যক্ষদের নাম। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার সুষ্ঠুভাবে স্থায়ী সমিতি গুলি গঠিত হয়েছে। প্রতিটি পঞ্চায়েত সমিতির সদস্য, প্রতিটি অঞ্চলের প্রধান, জেলা পরিষদের সদস্য, প্রতিটি ব্লকের বি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। গোপীবল্লভপুর ২পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের দায়িত্ব পাওয়া কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ বলেন পঞ্চায়েত সমিতির নটিস্থায়ী সমিতির ৯ জন  কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। আগামী সপ্তাহ থেকে গোপীবল্লভপুর এক ব্লকের উন্নয়নের রূপরেখা তৈরি করে কাজ করা হবে। ওই পঞ্চায়েত সমিতির কুড়িটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে,সাত টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে। সেই সঙ্গে জেলা পরিষদের দুটি আসনেও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করে। গত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে বিজেপি ওই পঞ্চায়েত সমিতির ক্ষমতায় ছিল।  এবার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল করে। তাই আগামী দিনে গোপীবল্লভপুর এক ব্লকের উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন বলে হেমন্ত ঘোষ জানান। একইভাবে সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২, বিনপুর এক ও দুই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগঠন কর্মাধ্যক্ষ দের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Mailing List