পুরুলিয়ার চন্ডী পাহাড়ের নীচে বনসৃজন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে

14 Jul 2021, 08:45 PM
পুরুলিয়ার চন্ডী পাহাড়ের নীচে বনসৃজন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে
আশিস বন্দ্যোপাধ্যায়, রঘুনাথপুর
অরণ্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার রঘুনাথপুর ১ ব্লকের বেড়োতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন বেড়োর চন্ডী পাহাড়ের পাদদেশে সংস্থার তরফে এই বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন দফতরের রঘুনাথপুরের রেঞ্জার বিবেক ওঝা, বিট অফিসার শুভেন্দু বিশ্বাস প্রমুখ।
ওই সংস্থার পক্ষ থেকে বিশ্বনাথ মাজি জানান, হরিতকী, আমলকী, করঞ্চ, শিউলি সহ প্রায় ১০০০ গাছ তারা বন দফতর থেকে পেয়েছেন। ওই গাছ গুলিকে সপ্তাহজুড়ে রোপণ করা হবে বলে জানান বিশ্বনাথবাবু।



