পুরুলিয়া পৌরসভা ও বন সম্প্রসারণ বিভাগের উদ্যোগে অরণ্য সপ্তাহের সূচনা

পুরুলিয়া পৌরসভা ও বন সম্প্রসারণ বিভাগের উদ্যোগে অরণ্য সপ্তাহের সূচনা
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
বনমহোৎসবে কন্যাশ্রী পড়ুয়াদের ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তুলে দেওয়া হল চারাগাছ। বুধবার পুরুলিয়া পৌরসভার উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন করা হল। পুরুলিয়া পৌরসভা ও বন সম্প্রসারণ বিভাগ পুরুলিয়ার উদ্যোগে পুরুলিয়া পৌরসভা চত্বরে গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুপ্রিয় দাস, পুরসভার পৌর প্রশাসক মৃগাঙ্ক মাহাতো, সিএডিসির নবনিযুক্ত চেয়ারম্যান বিকাশ মাহাতো সহ বনদপ্তর ও পুরুলিয়া পৌরসভার আধিকারিকরা। পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে আধিকারিকরা সহ পৌরসভার কর্মীরা বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত পুরুলিয়ার শান্তময়ী বালিকা বিদ্যালয়, ও গান্ধী বিদ্যালয়ের কন্যাশ্রী দের হাতে চারা গাছ তুলে দেওয়ার পাশাপাশি সেই গাছ রক্ষণাবেক্ষণের জন্য তাদের কাছে আবেদন করা হয। ওই অনুষ্ঠানেই বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতেও তুলে দেওয়া হয় চারাগাছ। পুর প্রশাসক মৃগাঙ্ক মাহাতো বলেন, আজ থেকে অরণ্য সপ্তাহ শুরু হলো আজ থেকেই আমরা পৌরসভা চত্বরে গাছ লাগানো পাশাপাশি গোটা পৌরসভা এলাকায় ২৩ টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে যার মাধ্যমে বহু গাছ লাগানো হবে একই সঙ্গে পড়ুয়াদের কাছেও এদিন আবেদন করা হলো তারা যেন গাছ লাগিয়ে রক্ষণাবেক্ষণ করেন। এদিন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে অরণ্য সপ্তাহ সূচনা করা হয় গাছ লাগানোর মধ্য দিয়ে।



