মেলায় স্বাগত জানাচ্ছে বিদেশী পাখি, শ্যামপুরের মেলায় বিদেশী পাখিদের সঙ্গে রঙিন সময় কাটানোর সূযোগ হাতছাড়া করছেন না কেউ

মেলায় স্বাগত জানাচ্ছে বিদেশী পাখি, শ্যামপুরের মেলায় বিদেশী পাখিদের সঙ্গে রঙিন সময় কাটানোর সূযোগ হাতছাড়া করছেন না কেউ
সুলেখা চক্রবর্তী, শ্যামপুর
শ্যামপুরের রাজনীতিহীন শান্তিপ্রিয় মানুষের কাছে একমাত্র আশ্রয় হয়ে উঠেছে ম্যাকাও। শ্যামপুরের নিউ তরুন সংঘের উদ্যোগে চলছে গ্রামীণ মেলা। এখানে আর পাঁচটা মেলার মতো হরেক বিকিকিনি থাকলেও ব্যতিক্রমী হয়ে গিয়েছে বিদেশী পাখির প্রদর্শনী। মানুষকে হাই, হ্যালো বলে স্বাগত জানাচ্ছে ম্যাকাও। বিভিন্ন প্রজাতির ম্যাকাও রয়েছে এখানে। এছাড়াও রয়েছে ৫১ ধরনের বিদেশী পাখি।
"বিক্রি নয়, শুধুমাত্র মানুষের মনে শান্তি আনতে পাখিদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ দেওয়া হয়েছে।" জানালেন নিউ তরুন সংঘের পক্ষে সৃষ্টিধর দাস। প্রসঙ্গত, একই ধরনের অনুভূতির কথা জানিয়েছে এই মেলায় পাখি দেখতে আসা মানুষজনও। মোটের উপর শ্যামপুরের অস্থির পরিস্থিতিতে মন ভালো করার আশ্রয় ম্যাকাও। প্রসঙ্গত শ্যামপুর মাঠে এই মেলা চলছে গত ২৬ বছর ধরে। কোভিডের পর এবছর আবার শুরু হয়েছে এই মেলাটি। কৃষি প্রধান এলাকায় কৃষি প্রদর্শনীও সকলের নজর কেড়েছে।
তবে অবশ্যই বাড়তি পাওয়া বিদেশী পাখি। শুধু দেখা নয়, তাঁদের সঙ্গে কাটানো যাচ্ছে রঙিন সময়ও। যা অবশ্যই সকলের মন ভালো করে দেবে।


