ষষ্ঠবার বিশ্বসেরা অস্ট্রেলিয়া, চোকার্স হয়েই থাকতে হল ভারতকে
ষষ্ঠবার বিশ্বসেরা অস্ট্রেলিয়া, চোকার্স হয়েই থাকতে হল ভারতকে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাজিমাত অস্ট্রেলিয়ার। ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ঘরে তুলল অজিরা। ট্রফির স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া ফাইনালে ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখিয়ে দিলেন প্যাট কামিন্সরা।
বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল দারুণ শুরুও করেছিল। রোহিত শর্মা ভাল খেলছিলেন গত ম্যাচের মতোই। রোহিত থাকা মানে ঝড়ের গতিতে স্কোর উঠবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু রোহিত আউট হলে দলের বাকিরাও কেমন গুটিয়ে যান।দশম ওভারে রোহিত আউট হন ব্যক্তিগত ৪৭ রানে। দলের রান তখন ৭৬। ম্যাক্সওয়েলের বলে অনবদ্য ক্যাচ নিয়ে ভারত অধিনায়ককে ফেরান ট্রেভিস হেড। পরের ওভারেই আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। পর পর দুই উইকেট হারিয়ে সেই যে চাপে পড়ল ভারত, সেই চাপ থেকে আর যেন বেরোতে পারলেন না টিম ইন্ডিয়ার ব্যাটাররা। কোহলি রাহুলের অর্ধশতরানে ভর করে ভারত ২৪০ রান তোলে।রানতাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শামি। ৩ বলে ৭ রান করে কোহলির ক্যাচ হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার।
পঞ্চম ওভারে দ্বিতীয় আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। ১৫ বলে ১৫ রান করা মিচেল মার্শকে ফেরান, এটা ছিল তাঁর চলতি ম্যাচে প্রথম উইকেট। সপ্তম ওভারের শেষ বলে ফের আঘাত হানেন বুমরাহ। স্টিভ স্মিথকে ফেরান এলবিতে। ৯ বলে ৪ রান করে যান স্মিথ।এরআগে কখনও এক বিশ্বকাপে দুই ভারতীয় বোলার ২০টি করে উইকেট সংগ্রহ করতে পারেননি। কিন্তু ট্রাভিস হেড শতরান করে অজিদের কাপ এনে দিনে।


