সারা বছর কি ঠোঁট ফাটে, এই টিপসগুলি জেনে রাখুন

সারা বছর কি ঠোঁট ফাটে, এই টিপসগুলি জেনে রাখুন
29 May 2023, 03:15 PM

সারা বছর কি ঠোঁট ফাটে, এই টিপসগুলি জেনে রাখুন

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ শুধু শীতকালই নয়, অনেকেরই ঠোঁট ফাটে গরমেও। তবে ঋতুর সঙ্গে কোনও সম্পর্কই নেই ঠোঁট ফাটার৷ অন্য দিকে শরীরে যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে এই সমস্যা হতে পারে।

আমাদের মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গা হল ঠোঁট(lips) ৷ ঠোঁটে রোমকূপ না থাকায় আরও বেশি সেনসিটিভ হয় এই ঠোঁট৷ আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে৷ আর সেই বিপাকের এক রূপই হল ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বার হওয়া৷ কিন্তু কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে?

ঠোঁট বার বার শুকিয়ে গেলে, জিভ ব‍্যবহার না করে বরং ভেসলিন বা লিপ সিরাম জাতীয় কিছু একটা মাখুন৷ দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না৷

রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম(cream) লাগিয়ে রাখুন৷ সকালে উঠে হালকা হাতে ঘষে নিন ঠোঁট৷ দেখবেন শুকনো চামড়া উঠে আসবে৷

গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন৷ ঠোঁট অনেক বেশি নরম ও গোলাপি হবে৷

ঠোঁট খুব বেশিমাত্রায় ফাটলে ভিটামিন সি, ভিটামিন-ই ট্যাবলেট খান৷ প্রচুর জল খান সঙ্গে শাক-সবজি, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন৷

Mailing List