ফুটবল লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল বাগান, ট্রফি জিতল ইস্টবেঙ্গলও এদিকে পুরুষদের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিল লাল হলুদের মেয়েরা। শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতে নিল ইস্টবেঙ্গল। 28 Jan, 2023 নেইমারদের দায়িত্বে এবার বিদেশী কোচ! ৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। 28 Jan, 2023 এফএ কাপে আর্সেনালকে হারাল সিটি ম্যাচ শেষে হতাশ আর্সেনলা কোচ আর্টেটা বলেন, 'আমি খুবই হতাশ। আমাদের এই ম্যাচে ভাল ফল করা উচিত ছিল। 28 Jan, 2023 নক আউটের পথে এগোতে জয় ছাড়া বিকল্প নেই মোহনবাগানের ১৪ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ২৪ পয়েন্ট। অন্যদিকে ওড়িশার ঝুলিতে ২২ পয়েন্ট। প্লে অফের রাস্তা প্রশস্ত করতে ঘরের মাঠ থেকে ৩ পয়েন্ট তুলতে মরিয়া এটিকে মোহনবাগান। 28 Jan, 2023 প্রত্যাশা পূরণে ব্যর্থ, চাপ বাড়ছে রোনাল্ডোর উপর গত ১৯ জানুয়ারি সৌদি আরব অলস্টার একাদশের হয়ে আলো ছড়িয়েছিলেন রোনাল্ডো। 27 Jan, 2023 কোপা ডেল রে, মাদ্রিদ ডার্বিতে দুরন্ত প্রত্যাবর্তন রিয়ালের কিছুটা হলেও ডিফেন্সিভ মুডে চলে যায় রিয়াল। তবে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও তা কোনও ভাবেই সম্ভব হয়নি। 27 Jan, 2023 ইস্টবেঙ্গলের দিনে স্বস্তি রাতে অস্বস্তি, হতাশা ছাড়া প্রাপ্তি কিছু নেই ইস্টবেঙ্গল ক্লাব এক বিবৃতিতে জানায়, 'ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হচ্ছে যে ক্লাবের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা ফিফা তুলে নিয়েছে। 26 Jan, 2023 সেমিতে বার্সেলোনা, মেসিকে ঘিরে নতুন জল্পনা ঘরের মাঠে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে কোনরকম সুযোগই দেয়নি বার্সেলোনা। 26 Jan, 2023 মাঠের বাইরে বিতর্ক, মাঠে জয় পেল ম্যান ইউ শেষ পর্যন্ত যদি ‘আরও উন্নতি করে’ ইএফএল কাপের শিরোপা জেতে ইউনাইটেড, তাহলে ২০১৭ সালের পর এটাই হবে ওল্ড ট্রাফোর্ডের দলটির প্রথম কোনো ট্রফি ঘরে তোলা! 26 Jan, 2023 মোহনবাগানে স্পোর্টস লাইব্রেরি, জিম, হবে নতুন গেটও, কাদের নামে হবে সব ক্রীড়া লাইব্রেরির নাম হবে 'মোহনবাগান স্পোর্টস লাইব্রেরি'। ২১ ফেব্রুয়ারি বিশিষ্ট সাহিত্যিক এই গ্রন্থাগারের উদ্বোধন করবেন। 25 Jan, 2023 বুমোসদের পারফরম্যান্স নিয়ে উদ্বেগে মোহনবাগান কর্তারাই একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়াছে সবুজ মেরুন। 25 Jan, 2023 মেসি খেললেন না, একাই ৫ গোল করলেন এমবাপে কাসেলের নিজস্ব বড় মাঠ নেই। ম্যাচ আয়োজন করা হয় লিগ ওয়ানের ক্লাব লাসের বোলায়ের্ট-দেলেলিস স্টেডিয়ামে। 24 Jan, 2023 বেঞ্জিমার মাইলস্টোন, শীর্ষে থাকল বার্সা এই ম্যাচে গোল করে নয়া মাইলস্টোন তৈরি করলেন বেঞ্জিমা। 23 Jan, 2023 একের পর এক সুযোগ নষ্ট, গোল পেলেন না রোনাল্ডো এর আগে বাইলাইনের কাছ থেকে দারুণ এক পাস বাড়ান পিতি মার্তিনেজকে, তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট কয়েক ইঞ্চির জন্য লক্ষ্যভেদ করতে পারেনি। 23 Jan, 2023 কোচ বদলেও লাভ হল না মহামেডানের, ভারতে মৃত্যু বাংলাদেশি ফুটবলারের উত্তরবঙ্গে গয়েরকাটা তে ভেটারেনা ফুটবল খেলতে এসে বাংলাদেশের এক ফুটবলার এর মাঠের মধ্যে হার্ট অ্যাটাক এবং অকালমৃত্যু 22 Jan, 2023 জামিনের আবেদন খারিজ, বিপাকে নেইমার সতীর্থ স্পেনের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই যৌন হেনস্থার ঘটনা বার্সেলোনার একটি নাইট ক্লাবে গত ৩০ ডিসেম্বর রাতে ঘটে। 21 Jan, 2023 চেন্নাইনের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে মরিয়া সবুজ মেরুন ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার। দু’টিতে জিতেছে কলকাতার দল। 21 Jan, 2023 জকোভিচ থেকে মারে, কঠিন লড়াইয়ে জয় এল এ বার ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই কাসপার রুডও। 21 Jan, 2023 প্লে অফের উঠার আশা শেষ ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল অবশ্যই দ্বিতীয় আর্ধে গোল শোধ করার মরিয়া চেষ্টা করল। 21 Jan, 2023 জোড়া গোল রোনাল্ডোর, জয় পেলেন মেসি রিয়াধ অল স্টার একাদশের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করে সব আলো নিজের দিকে টেনে নিলেন। 20 Jan, 2023 আজ মেসি বনাম রোনাল্ডোর মেগা ম্যাচ মেসি অবশ্য বিশ্বকাপ থেকে ফিরে পিএসজি-র হয়ে দু'টি ম্যাচে খেলে ফেলেছেন। 19 Jan, 2023 সৌদিতে এলেন মেসিরা, রেকর্ড টাকায় টিকিট বিক্রি আগামী জুনে আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 18 Jan, 2023 হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল লিভারপুল এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পায় লিভারপুল। দাপটের সঙ্গে খেলতে থাকে তারা। 18 Jan, 2023 মেসির বিরুদ্ধে সৌদি অধিনায়ক রোনাল্ডো, ম্যাচ ঘিরে উন্মাদনা সেখানে ৬৮ হাজার দর্শক ধরে। অনুমান করা হচ্ছে সর্বকালীন রেকর্ডও ভেঙে দিতে পারে এই ম্যাচের টিকিটের দাম। 17 Jan, 2023 কী কারনে মমতা-সৌরভ বৈঠক, জানুন বিস্তারিত সূত্র মারফৎ জানা গিয়েছে, বেহালা ও নিউটাউনে যে স্পোর্টস অ্য়াকাডেমি করতে চলেছেন সৌরভ, তার জমি সংক্রান্ত বিষয় আলোচনা সারতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে নবান্ন গিয়েছিলেন তিনি 16 Jan, 2023 মেসি এমবাপে জুটি ফ্লপ, হারল পিএসজি পিএসজি গোল হজম করে বসে ৬৫ মিনিটে। রেঁনের হয়ে গোলটি করেন হামারি ট্রাওরে। 16 Jan, 2023 রিয়ালকে টেক্কা দিয়ে ট্রফি জয় বার্সার লেওয়ানডস্কির পাস থেকে গাভি প্ৰথমে ৩৩ মিনিটে বার্সাকে এগিয়ে দেন। শুরুতে গোল খেয়ে জেগে ওঠার চেষ্টা করে রিয়াল। 16 Jan, 2023 অপরাজিত থেকেই সন্তোষের মূল পর্বে বঙ্গ ব্রিগেড তবে ড্র করে নয়, একেবারে ম্যাচ জিতেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা। 15 Jan, 2023 মুম্বই ম্যাচ হারের জন্য কোন কারণকে দায়ী করলেন ফেরান্দ? সদ্য দলে যোগ দেওয়া দুই নতুন বিদেশি তারকার মধ্যে এ দিন শুধু ফেদরিকো গালেগোকে দেখা যায়, তাও শেষে মাত্র ১৫ মিনিটের জন্য স্লাভকো দামজানোভিচ এ দিন রিজার্ভ বেঞ্চেই থেকে যান। 15 Jan, 2023 যুবভারতীতে ফের নৌকাডুবি, ভালো খেলেও হার বাগানের বিশাল কাইথ বিশাল হয়ে না উঠলে তখনই ম্যাচ পকেটে পুরে নিতো মুম্বই। 14 Jan, 2023 আজ বাগানের কঠিন পরীক্ষা, নজরে দুই নতুন বিদেশী তবে খারাপ খবরও আছে। মরশুম থেকে ছিটকে গিয়েছেন মিডফিল্ডার দীপক টাঙরি এবং তারকা ফরোয়ার্ড মনবীর সিং এখনও মাঠে নামার অবস্থায় আসেননি। 14 Jan, 2023 আরও তলানিতে দল, নতুন বিদেশীর অপেক্ষায় স্টিফেন এদিনের জয়ের পরেও লিগ টেবিলে ইস্টবেঙ্গলের নীচেই থাকল জামশেদপুর। তাদের পয়েন্ট ৯। 14 Jan, 2023 ফের হার ইস্টবেঙ্গলের, জয় পেল বাংলা আজকেই লাল হলুদ ব্রিগেডের সদস্য ক্লিইটন আইএসএলে ৫০ তম ম্যাচ খেলবেন ক্যাপ্টেন ক্লিইটন সিলভা। 13 Jan, 2023 রোনাল্ডো নেই, বর্ষসেরার তালিকায় কারা? হাঁটুর চোটে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন সাদিও মানে। সেনেগালের হয়ে বিশ্বকাপে খেলতে না পারা এই ফরোয়ার্ডকে শিগগিরই পাওয়ার আশা করছে না বায়ার্ন মিউনিখ। 13 Jan, 2023 ম্যাচ জিতল বাংলা, তবু কেন ক্ষুব্ধ কোচ বিশ্বজিৎ আটটায় দেওয়া প্রসঙ্গে বিশ্বজিত্ বলেন, ‘স্কুল গেমসে এ রকম সকাল সাড়ে আটটায় খেলা দেওয়া হয় বলে শুনেছি। 11 Jan, 2023 কোন ফুটবল ম্যাচে ৩৫-০ গোলের কথা শুনেছেন! অবিশ্বাস্য হলেও সত্য, ৬ জনের হ্যাটট্রিক কন্যাশ্রী কাপে ইমামি ইস্টবেঙ্গল বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫-০ গোলে হারাল! 10 Jan, 2023 রোনাল্ডোর ভবিষ্যত কি হবে, জানালেন নয়া পর্তুগাল কোচ কাতার বিশ্বকাপে বেলজিয়াম ও পর্তুগাল, কোনো দলের সময়ই ভালো যায়নি। মার্তিনেজের হাত ধরে বড় স্বপ্ন নিয়ে যাওয়া বেলজিয়াম ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। 10 Jan, 2023 ফ্রান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত বিশ্বকাপ জয়ী তারকার গতকালই সব ধরণের ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন গ্যারেথ বেল। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ওয়ালস ফুটবলার। 10 Jan, 2023 দমন এন্ড দাদরাকে বড় ব্যবধানে হারাল বাংলা অমিত টুডু এবং রাকেশ ধারার জায়গায় দলে আসেন তারক হেমব্রম এবং সুরজিৎ শীল। 09 Jan, 2023 জিদানের পাশে এমবাপে, সরগরম ফরাসি ফুটবল ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধানের এসব মন্তব্য ভালো লাগেনি এমবাপে। 09 Jan, 2023 দুরন্ত ছন্দে সিটি, লা লিগায় শীর্ষে বার্সা এদিকে, লা লিগায় জয় পেল বার্সেলোনা।আতলেতিকো মাদ্রিদকে হারাল ১-০গোলে। 09 Jan, 2023 কন্যাশ্রী কাপে গোলের বন্যা ইস্টবেঙ্গলের, ৯-০ গোল, হ্যাটট্রিক সুরঞ্জনা-রিম্পার হ্যাটট্রিক করলেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার সুলঞ্জনা এবং রিম্পা। জোড়া গোল করেছেন মৌসুমী। 08 Jan, 2023 Page 1 of 52Prev1234Next