প্রচন্ড গরমে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়ছে? বানিয়ে ফেলুন পটল পোস্ত
গ্রীষ্মের সবে শুরু আর এখন থেকেই যে হারে গরম পড়েছে তা সহ্যের বাইরে। এমন অবস্থায় কি রান্না করবেন আর কি করবেন না তা নিয়ে বাড়ির গৃহিণীদের চিন্তা বাড়ছে বই কমছে না। বিশেষজ্ঞদের মতে নিরামিষ হালকা খাবারই এখন শরীরের পক্ষে শ্রেয়। আর আপনিও যদি এমন খাবারের সন্ধানে থাকেন তাহলে বানিয়ে ফেলতে পারেন পটলের এই সুস্বাদু রেসিপিটি।