বাহাউদ্দিন সেখের পাঁচটি কবিতা

বাহাউদ্দিন সেখের পাঁচটি কবিতা
ভাবি
**************
ভাবি মিশে যায় সিগারেটের নিকোটিনে-
ভাবি ক্ষত বিক্ষত হয়ে যায়,
চূর্ণ- বিচূর্ণ সিগারেটের অশুদ্ধ গন্ধে।
ভাবি গোলাপী ঠোঁটগুলো কালাচে করে
ফেলি স্মৃতির ভিড়ে।
ভাবি সিগারেটের বাষ্পীভূত শূন্যের বাতাসে
প্রবাহিত হয়ে যায় তোমার কাছে।
কিন্তু তা পারি না!
কারণ,সিগারেটও যে আমার মতন
চূর্ণ চূর্ণ তিলে তিলে পুড়ে যাবে।
তাই পারি না।
আমার মতন কষ্ট দিতে তাকে।
যখন বিশ্ব কেঁপে
****************
যখন বিশ্ব কেঁপে চারিদিকে, তখন
আমি থর থর কম্পনে উঠি
দুষ্টের বিনাশ করিতে, অস্তের বিদ্রোহী
কবিতা গান ধরি জুটি।
যত মোজাহিদ, যত নাস্তিক, যত
ভন্ডের দারোয়ান,
একমুঠো দলে দলে উঠিবে মুহূর্ত
সত্যের করতান।
ভদ্রতার দলে দলে দুর্নীতি রাজনীতি
যারা করে সূর্যের প্রভাব
নিভু নিভু হবে তাদের জীবন, দেব
বিদ্রোহী কবিতা গানে জবাব।
জীবনের বর্ণমালা খেলিতে দেবো-না
অক্ষরে অক্ষরে আর
জেগে ওঠে ওঠে, বিশ্ব দেব বীর হাতে,
দেবো দুষ্টের করে জীবন ভার।
আরে দেখিবো না নাস্তিক মজলুম,
তোর আর হাতছানি মৃত্যু হত্যা করা
অন্যায় দুর্নীতি বিনাশ করে দেবো,
দেবো বিশ্বকে কেঁপে সত্যের গানের ধরা।
দুরনীতি মিছিল গ্রাসে আর নয়
নিম্ন দারিদ্র্যের চিতা
অন্ধকার শোষিত করে দেবো
তোদের জীবন বৃথা।
শোন শোন স্বৈরাচারী শাসক
তোর নিকৃষ্ট কারাগার
সৃষ্টি ছেদন করিব অঙ্গ তোদের
এ যে আমার হুংকার।
লড়িতে লড়িতে গড়িতে গড়িতে
দেব রক্ত সত্যের ঘাম
যত প্রতারক যত অসুর দানব আসুক
তবুও করিব সংগ্রাম।
এপার-ওপার
***********
এপারেতে নরক অধম সুখ,
ওপারেতে পরম বিশ্বাস
এপারেতে বহে বাতাস বায়ু,
আয়ু দূষণ গমন নিঃশ্বাস।
এপার ওপার ভেবে জীবন
করি স্বর্গ নরকের কাজ
মনে আশাবাদী যেন,
পরকালে বিশ্বাসী পাহি তাজ।
গীতি কোরআন বাইবেলে রয়,
এপার থেকে ওপারে নাহি ভয়
ওপারে ঊর্ধ্ব উত্থান স্বর্গ সুখী
ওপারে-ই প্রেমময়।
হেথা সেথা ভেবে মানুষ,
এপার-ওপারের গায় গান
এপারে ক্ষণিক স্বর্গ সুখী,
ওপারেতে বিশ্বাসী মন প্রাণ।
স্বর্গ-নরক
---------------
স্বর্গ-নরক যাহা মানুষের মনে বাস,
তাহা পাপ পূর্ণ
শান্তি কর্ম যাহা কিছু,
মানুষই ভেদাভেদ গড়ে বিচূর্ণ।
কে বলে?
স্বর্গ-নরক বহুদূরে
যাহা কিছু রয়,
মানুষের মনে সদ্যকারে।
মানুষই মানুষ স্বর্গ গড়ে,
নরক তাহা নয়
মানুষ মনে শান্তি সদ্য যেথা,
সেথায় স্বর্গ-নরক হয়।
ছোঁবো রাঙামাটি
................
আকাশ ছোঁবো আকাশ ছোঁবো
ছোঁবো রাঙ্গামাটি,
সবুজ তারাই সবুজ তারাই
দেবো শিক্ষা খাঁটি।
কোথা থেকে কোথা যেনো
উঠছে শিশুকালে,
আকাশ তলে আকাশ তলে
শিক্ষা কোথা ফলে।
এদিক-ওদিক ছুটছে শিশু
রাঙ্গামাটি কাজে
শিক্ষা দিক্ষা সর্বশেষে
উঠে গেল সন্ধ্যা সাঁঝে।
রাত্রি শেষে সূর্য ওঠে
দিচ্ছে সন্ধ্যায় ডুবি ডুবি
পাখি পাখি ডাক দিয়ে যাই
বন্দী ফ্রেমে ছবি।



