বিয়েবাড়ি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জন সদস্যর

বিয়েবাড়ি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৫ জন সদস্যর
আনফোল্ড বাংলা প্রতিবেদন : বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। তারা বিহারের রামগড় থেকে আসানসোলের বার্নপুর এলাকায় আসছিলেন। আসার পথে মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর আসার পরেই বিয়েবাড়ি আনন্দ মুহূর্তের মধ্যে বদলে যায় বিষাদে। এদিন এই দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার গোবিন্দপুরের কালাডিহি মোড়ের কাছে। জানা গিয়েছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাকিল আহমেদ, তাঁর স্ত্রী রবীনা খাতুন, তাঁর ছেলে ওয়াসিম আক্রম, পুত্রবধূ খালিদা ফিরদৌস ও নাতি আহিল আহমেদের।
রবিনার বাড়ি বার্নপুরের নিমতলা এলাকাতে। আগামী ২৫ এবং ২৭ তাঁর জ্যেঠতুতো ভাইদের বিয়ে। সেই জন্য সপরিবারে বাবার বাড়িতে আসছিলেন তিনি।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল। আর যে গাড়িতে তারা আসছিলেন সেই গাড়ির গতি খুব বেশি ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়। প্রায় ৬০ নিচে পড়ে গাড়িটি। ফলে গাড়ির ভিতরে থাকা সবাই মারা যান।



