মাওবাদীদের খোঁজ দিলেই পাঁচ লক্ষ টাকা পুরস্কার, দুই মাওবাদীর নামে NIA এর পোস্টার নদিয়ায়

মাওবাদীদের খোঁজ দিলেই পাঁচ লক্ষ টাকা পুরস্কার, দুই মাওবাদীর নামে NIA এর পোস্টার নদিয়ায়
কুহেলি দেবনাথ, নদিয়া
সাত সকালে গ্রামে দেখা গেল সাঁটানো হচ্ছে পোস্টার। পোস্টারে লেখা ওয়ান্টেড বাই এনআইএ। পুরষ্কার ৫ লক্ষ টাকা।
এমন পোষ্টার দেখে তো রীতিমতো বিস্মিত এলাকার লোকজন। মুহুর্তে খবর রয়ে যায় চারদিকে। সকলে ছুটে আসেন। তারপরই দেখতে পান, এলাকারই এক যুবক-যুবতীর নামে সেই পোস্টার সাঁটিয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ।
চাকদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালিপুর এলাকায় এই পোস্টার সাঁটানো হয়। যাঁদের নামে পোস্টার দেওয়া হয়েছে তাঁদের নাম নির্মলা বিশ্বাস ও আমিরুদ্দিন আহমেদ। নির্মলার বয়স বর্তমানে ৫১ বছরের কাছাকাছি ও আমিরুদ্দিন আহমেদের বয়স ৫২ বছরের মতো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুকাল তাঁদের এই এলাকায় দেখা যায়নি। অনেক আগে যখন তাঁরা গ্রামে থাকতেন তখন গ্রামের ছেলেমেয়েদের প্রাইভেট টিউশন পড়াতেন। তখন তাঁদের আচার ব্যবহারও ভালো ছিল। পরবর্তীকালে কারও সঙ্গে পড়ে বিপথে পরিচালিত হন বলে গ্রামবাসীদের দাবি।
ওই দুজনের ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়। এবং পোস্টারে বলা হয়েছে এদের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে । স্থানীয় সূত্রে জানা যায় অসমের গুয়াহাটিতে মাওবাদী হামলার ঘটনাতে আগেও বিভিন্ন রাজ্যের পুলিশ এই দুই অভিযুক্তের খোঁজে এলাকায় এসেছিল। এবারও অসমের বিশ বছরের পুরোনো মাওবাদী হামলায় জড়িতদের খোঁজে হানা দিতে এসেছিল এনআইএ। না পেয়ে পোস্টারও সাঁটিয়ে যায়।


