প্রথম শোঃ পুরো বুক সিনেমা হল, এই না হলে শাহরুখের ফ্যান!

প্রথম শোঃ পুরো বুক সিনেমা হল, এই না হলে শাহরুখের ফ্যান!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এক বছর দু’বছর নয়! পুরো চার বছর পর কামব্যাক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর কিছু দিন পর, অর্থাৎ ২৫ জানুয়ারি। বহুল প্রত্যাশিত ছবি পাঠান দিয়ে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তবে যতই বিতর্ক থাকুক না কেন, শাহরুখের কামব্যাক প্রোজেক্ট নিয়ে হাইপ এখন দেখার মতো। যার জন্য মুম্বইয়ের অন্যতম বিখ্যাত থিয়েটার গেইটি গ্যালাক্সি শাহরুখের ছবি নিয়ে নিল এক বড় সিদ্ধান্ত। এতদিনে যা হয়নি, এবারে সেটিই হবে।
জেনে রাখা ভালো Gaiety Galaxy হল একটি একক-স্ক্রিন থিয়েটার, যেখানে প্রথম শো দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। এটির দর্শকধারণ ক্ষমতা প্রায় হাজার। এটি ভারতের বৃহত্তম থিয়েটারগুলির মধ্যে একটি। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যানক্লাব’ কিং খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব। টুইটারে শাহরুখ নিজেও এদের ফলো করেন। পাঠান মুক্তির দিন সকাল ১২টার জায়গায় সকাল ৯টায় Gaiety Galaxy-তে শুরু হবে প্রথম শো। ফ্যান ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ইয়াশ পরিয়ানি নিশ্চিত করেছেন যে এটি সত্যিই ঘটতে চলেছে।
পাঠান চলচ্চিত্রটি শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিশেষত ‘বেশরম রং' গানটি সামনে আসার পর থেকে। অনেকেরই দাবি এই সিনেমাতে দীপিকার পরে থাকা গেরুয়া রঙের বিকিনি হিন্দু ধর্মের অবমাননা করেছে। তার সঙ্গে শাহরুখকে সবুজ পোশাক পরানোটাও নাকি ধর্মীয় ইঙ্গিত!
প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে পাঠান রূপে আসছেন শাহরুখ। মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি পাঠান। দেশ থেকে বিদেশ অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ে ফেলেছে পাঠান। শাহরুখের ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের তরফে ভারতের কয়েকটি শহরের ৫০ হাজার দর্শককে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার সুযোগ করে দেওয়ার কথা জানান হয়েছে।


