উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রথম পুজো কার্নিভাল। অংশ নিল ২২টি পুজো কমিটি

উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রথম পুজো কার্নিভাল। অংশ নিল ২২টি পুজো কমিটি
07 Oct 2022, 06:45 PM

উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রথম পুজো কার্নিভাল। অংশ নিল ২২টি পুজো কমিটি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ রাজ্যের মুখ্যমন্ত্রী আন্তরিক আনুকুল্যে সর্বপ্রথম জেলায় শুরু হল জেলা কার্নিভাল। শুক্রবার বিকেল ৪টে নাগাদ ছৌনাচ ও সৃজনশীল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা হয়। তারপর মহিলা ঢাকিরা তাদের অনুষ্ঠান পরিবেশন করে। এরপরই শুরু হয় প্রতিমা নিয়ে শোভাযাত্রা। একে একে উত্তর ২৪ পরগনার ২২টি পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে আসেন। এবং তারা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। পুজোকমিটি গুলির পক্ষে শিশু কিশোর কিশোরী যুবক যুবতী ও বয়স্করা তাদের অনুষ্ঠান পরিবেশন করে।

কর্মকর্তারা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটা জেলার একটা ঐতিহ্য আছে। মুখ্যমন্ত্রী  কলকাতার রেডরোড থেকে বারাসাতের রাস্তায় শারদোৎসবকে কার্নিভালের মধ্যেদিয়ে জেলার মানুষে এমন একটি কালারফুল মুহুর্তের উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন ৩৫ নম্বর জাতীয় সড়কের বারাসাত চাঁপাডালি মোড়ে মুল অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান দেখতে মানুষের ভীড় উপছে পড়ে। সকাল থেকেই কঠোর নিরাপত্তায় মুডে দেওয়া হয়। অনুষ্ঠানটি সর্বাঙ্গীণ সুন্দর করার জন্য জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ময়দানে নেমে সমস্ত কাজ পরিদর্শন করেন। এদিন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার, জেলা শাসক সহ বারাকপুরের পুলিশ কমিশনার, সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্মামী, নির্মল ঘোষ, রফিকুর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ বহু জনপ্রতিনিধিরা।

Mailing List