বীরভূমের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা, কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বোলপুরের সাংসদ

বীরভূমের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা, কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বোলপুরের সাংসদ
18 Jan 2023, 01:00 PM

বীরভূমের মেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা, কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বোলপুরের সাংসদ

 

শুভদীপ গুঁই, বোলপুর

 

মেলার মধ্যে বোমাবাজি। তাও আবার পুলিশকে লক্ষ্য করে। দুস্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লাভপুর থানার দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের দরবারপুর গ্রামে। ঘটনার দুষ্কৃতীদের কড়া শাস্তির দাবি জানালেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিতকুমার মাল। তিনি বলেন, ‘‘পুলিশ নিশ্চয় তদন্ত করবে। অনেক সময় জানা যায় না, কী কারণে এমন ঘটনা ঘটলো। এর পিছনে অন্য কী উদ্দেশ্য রয়েছে। পুলিশ-প্রশাসন নিশ্চয় বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল দরবারপুর গ্রামের কাজীপাড়ায় পীর বাবার মেলা চলছিল। সেই উপলক্ষে সেখানকার মসজিদের সামনে ডিউটি করছিলেন লাভপুর থানার এএসআই তথা দাঁড়কা পুলিস ক্যাম্পের ভারপ্রাপ্ত অফিসার পার্থ সাহা। সেই সময়ই ওই অফিসারকে লক্ষ্য করে এক দুস্কৃতি বোমা ছোড়ে। এবং তাতে গুরুতর আহত হন ওই অফিসার। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লাভপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাঁর চিকিৎসা করা হয়। ঘটনার পর এলাকায় গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

 

Mailing List