তিন বছর পর কলকাতার শহীদ মিনার ময়দানে ফের আতশবাজির মেলা

তিন বছর পর কলকাতার শহীদ মিনার ময়দানে ফের আতশবাজির মেলা
27 Sep 2023, 06:10 PM

তিন বছর পর কলকাতার শহীদ মিনার ময়দানে ফের আতশবাজির মেলা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: তিন বছর পর কলকাতার শহীদ মিনার ময়দানে এবার ফের আতশবাজির মেলা বসছে। করোনা অতিমারীর সময় থেকেই ময়দানে ওই মেলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ১২ ই অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত একমাস ওই মেলা বসবে। তবে সেখানে শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে। সারা বাংলা আতশবাজি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন কলকাতার পাশাপাশি গোটা রাজ্যে এবার মোট ১৫০টি আতশবাজির মেলা  বসবে। হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে উত্তরবঙ্গের কাওয়াখালীতে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে এক মাস ব্যাপী বাজির মেলা বসতে চলেছে।  ২০১৯ সালের পর ফের এবছর কলকাতার ধর্মতলার শহীদ মিনার ময়দানে বাজির মেলা বসছে। শহীদ মিনার ময়দানে মোট ৫০টি স্টল থাকবে।

বাবলা রায় জানান, ইতিমধ্যে প্রায় ছয় হাজার বাজি বিক্রেতা বৈধ লাইসেন্সের মাধ্যমে এই বাজি বিক্রি করার জন্য আবেদন জমা দিয়েছেন। সরকারি নির্দেশ মেনে আতশবাজির বাজারে দমকল ও অ্যাম্বুলেন্স থাকবে। প্রতিটি বাজির বাজারে ১৫০টি করে স্টল অনুমোদন পাবে বলে জানা গিয়েছে। এই বাজির বাজার করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আতশবাজি নির্মাতা ও কারবারীদের সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। দীর্ঘ তিন বছর পর শহীদ মিনার ময়দানে আতশবাজির বাজার ফের বসতে চলেছে, তাই খুশি আতশবাজি ব্যবসায়ীরা।

Mailing List