চলন্ত বাসে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন, আতঙ্ক বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে

চলন্ত বাসে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন, আতঙ্ক বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে
09 Mar 2023, 06:15 PM

চলন্ত বাসে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন, আতঙ্ক বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন। মাঝ রাস্তায় দাউদাউ করে জ্বলে উঠলো বাস। ভেতরে তখন যাত্রী। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে জখম হন কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে বাসটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। আগুন বাসে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের চিৎকারে ও বাসে আগুন দেখে স্থানীয় মানুষ এগিয়ে আসেন। বাসের মধ্যে থাকা যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার সময় ৪-৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে খবর দওয়া হয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে দ্রুত দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রমে আনে। তবে কী কারণে বাসে এভাবে আগুন লাগলো তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তড়িঘড়ি সকলে নামতে গিয়ে কয়েকজন জখম হয়েছে। তবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেনি।

 

Mailing List