স্যানিটারি প্যাড ব্যবহারে কী কী শারীরিক সমস্যা হতে পারে এবং তার বিকল্প পদ্ধতি হিসেবে কী ব্যবহার করা যেতে পারে, জানুন

স্যানিটারি প্যাড ব্যবহারে কী কী শারীরিক সমস্যা হতে পারে এবং তার বিকল্প পদ্ধতি হিসেবে কী ব্যবহার করা যেতে পারে, জানুন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বর্তমানে স্যানিটারি প্যাডের বেশ কিছু বিকল্প বাজারে উপলব্ধ। মেনস্ট্রুয়াল কাপ থেকে পিরিয়ড অন্তর্বাসের মতো বেশ কিছু দ্রব্য অনেকেই ব্যবহার করেন। তবে বেশিরভাগ মহিলাই প্যাড ব্যবহারে স্বচ্ছন্দ। বেশ কিছু সমীক্ষার মতে, স্যানিটারি প্যাড শরীর জন্য যথেষ্ট ক্ষতিকারক।
কী কী শারীরিক সমস্যা হতে পারে?
প্যাড তৈরির সময় ক্লোরিন ব্লিচড ফাইবার ব্যবহার করা হয়। এর থেকে পেলভিস অঞ্চলে প্রদাহজনিত রোগ ছড়াতে পারে।
এ ছাড়াও ব্লিচিং থেকে তৈরি হওয়া ডাইঅক্সিন স্ত্রী হরমোনের কার্যক্ষমতা নষ্ট করে। পাশাপাশি এন্ডোমেট্রিওসিস ও ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়।
প্যাড তৈরির বিশেষ তন্তু রাসায়নিক সার ব্যবহার করে চাষ করা হয়। এই রাসায়নিকগুলো চাষ হয়ে যাওয়ার পরেও দীর্ঘসময় তন্তুতে থেকে যায়। এর থেকে বন্ধ্যাত্ব, এন্ডোমেট্রিওসিস ও ডায়াবিটিসের আশঙ্কা বাড়ে।
প্যাড ছিদ্ররোধক করার জন্য একদম নিচের স্তরে একটি প্লাস্টিক থাকে। এই প্লাস্টিকের কারণে যোনির এলাকায় হাওয়া চলাচল করতে পারে না। একইসঙ্গে ক্ষরণের কারণে যোনির তাপমাত্রাও বেড়ে যায়। এর থেকে দেখা দিতে পারে ঈস্ট ও অন্য জীবাণুর সংক্রমণ।
প্যাডের বদলে কী ব্যবহার করা যেতে পারে?
মেনস্ট্রুয়াল কাপ: মেনস্ট্রুয়াল কাপে প্যাডের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী। দিনে একবার পাল্টালেই হয়। এছাড়া বারবার ব্যবহার করা সম্ভব। চিকিত্সক অনুমোদিত সিলিকন দিয়ে তৈরি হয় বলে এটি ব্যবহারের জন্য একেবারে নিরাপদ।
পিরিয়ড অন্তর্বাস: স্যানিটারি প্যাডের বদলে পিরিয়ড অন্তর্বাস ব্যবহার করা যেতে পারে। এটি আরামদায়ক তন্তু দিয়ে তৈরি হয়। ফলে ব্যবহারে বিশেষ অসুবিধা হয় না। এর একাধিক স্তর ক্ষরিত তরল সহজে শোষণ করে নেয়।


