নন্দিনী ফুল চাষে কৃষকরা কিভাবে লাভবান হচ্ছেন জেনে নিন

নন্দিনী ফুল চাষে কৃষকরা কিভাবে লাভবান হচ্ছেন জেনে নিন
07 Mar 2022, 07:39 PM

নন্দিনী ফুল চাষে কৃষকরা কিভাবে লাভবান হচ্ছেন জেনে নিন

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হঠাৎ দেখলে মনে হতে পারে গোলাপ। আবার খাড়া পাতাসহ ডগা দূর থেকে অনেকটা টিউলিপের মতো দেখায়। রঙেরও ছড়াছড়ি। প্রায় ৪৫টি রঙের এ ফুলটি গাছ থেকে তোলার পর ১৫ দিন পর্যন্ত সতেজ থাকে। ফুলের নাম ' নন্দিনী ফুল'। বাজারে বিভিন্ন বিদেশি ফুল দেখা যায়। দেশি ফুলের থেকে প্রায় দ্বিগুন দামে বিক্রি এই ফুলগুলি। অনেক কৃষকরাই তাই বিদেশি ফুলের চাষে আগ্রহী হয়েছে। যার দরুন আয়ও হচ্ছে বেশ ভালোই। বিভিন্ন রঙের নয় এই নন্দিনী ফুল। বাহারি এই ফুল বেশ নজরকারা। ইংরেজিতে 'লিসিয়েন্থাস' নামে পরিচিত।

আবহাওয়া: নন্দিনী ফুল কিছুটা উষ্ণ আবহাওয়া প্রিয় হওয়ায় সারা বছরই চাষ করা যায়। এ ফুল ফুলদানিতে ১০-১৫ দিন সতেজ থাকে। তবে ফুলদানিতে সামান্য পরিমাণ সুক্রোজ মিশিয়ে দিলেই ২০-২৫ দিন সতেজ থাকে। নন্দিনীর পাপড়ি কখনও ঝরে না।

যেহেতু এ ফুলের স্থায়িত্ব বেশ অনেকক্ষন থাকে তাই ফুলটির ব্যাপক অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এই ফুলের মূল্য নির্ধারিত হয় রং এবং স্থায়িত্বের ওপর। নন্দিনী ফুল প্রায় ২০টি রংয়ের হয়। যদি ফুল দানিতে এই ফুল রাখেন তবে তার স্থায়িত্ব ২-৩ দিন হবে এর বেশি হবে না। কিন্তু এই নন্দিনী ফুলের নন্দিনী ফুলের স্থায়িত্ব ১০-১৫ দিন এর থেকে বেশি হতে পারে।

গোলাপ কিংবা রজনীগন্ধা তুলনায় এর মূল্য ৮-১০ গুণ বেশি হয়। ওখানে প্রতি গাছ থেকে ৮০-১২০টি পর্যন্ত নন্দিনী ফুল পাওয়া যায়। এই ফুল সারা বছরই চাষ করা যায়। এই ফুলের পাপড়ি কোনোদিন ঝরে না। বর্তমানে প্রতিটি নন্দিনীর বাজার মূল্য ১২০-১৫০ টাকা। তাই এই ফুলকে লাভজনক চাষ বলে ধরা হয়।

Mailing List