এক দশকে চার হাজারেরও বেশি নতুন প্রাণীর সন্ধান! জীব বৈচিত্র্য সন্ধানে এবার ১৭টি প্রতিষ্ঠান কাজ করবে একযোগে

এক দশকে চার হাজারেরও বেশি নতুন প্রাণীর সন্ধান! জীব বৈচিত্র্য সন্ধানে এবার ১৭টি প্রতিষ্ঠান কাজ করবে একযোগে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশের জীব বৈচিত্র্য রক্ষায় জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ দেশের ১৭টি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। কলকাতায় জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৭তম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা জানিয়েছেন।
তিনি বলেন, দেশের জীববৈচিত্র্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রকের অধীনে থাকা জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সহ ১৭টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের যৌথ গবেষণা ছাড়াও গবেষণা ভিত্তিক মতামত আদান-প্রদান করতে হবে। মন্ত্রী জানান, জেডএসআই বিগত এক দশকে চার হাজারের বেশি প্রাণীর নতুন প্রজাতির সন্ধান পেয়েছে। এরমধ্যে শুধুমাত্র গত ২০২১ সালে পাঁচশোর বেশি নতুন প্রজাতি উদ্ভাবন করেছে। যা দেশের জীববৈচিত্র্য রক্ষায় বড় পদক্ষেপ বলে তিনি দাবি করেন। মন্ত্রী আরও বলেন, এবার থেকে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। যা কেন্দ্রের প্লাস্টিক মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ পদক্ষেপ।
অনুষ্ঠানে তিনজন বিজ্ঞানীকে জাতীয় ট্যাক্সনমি বিষয়ক জানকি আম্মল পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী 'অ্যানিমাল ডিসকভারিজ অ্যান্ড প্লান্ট ডিসকভারিজ-২০২১' শীর্ষক কয়েকটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেন। এছাড়া প্রজাপতিদের উপর গবেষণামূলক একটি ওয়েবসাইটও মন্ত্রী উদ্বোধন করেন। প্রজাপতি ও মথ প্রজাতির পতঙ্গের বিষয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ গবেষণা এই ওয়েবসাইটে থাকবে। সংস্থার ১০৭তম প্রতিষ্ঠা দিবসে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সঙ্গে গবেষণা সমন্বয় সাধনের জন্য দু'টি 'মৌ' চুক্তিও সাক্ষরিত হয়। প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংস্থার অধিকর্তা ডক্টর ধৃতী ব্যানার্জি জানিয়েছেন, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এবার প্রথম এই সংস্থার প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে।



