আর্থিক সংকট, বাজারে মাছ বিক্রি শুরু করলেন তৃণমূল নেতা

12 Aug 2021, 03:27 PM
আর্থিক সংকট, বাজারে মাছ বিক্রি শুরু করলেন তৃণমূল নেতা
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
দলেরই নেতাদের উপর একরাশ ক্ষোভ উগরে এবার খোলা বাজারে মাছ বিক্রি করে জীবন ধারণের পথ বেছে নিলেন এক তৃণমূল নেতা। আর্থিক সংকটের জেরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামা অঞ্চলের প্রাক্তন জেনারেল সেক্রেটারি সুজিত দে সম্প্রতি চেলিয়ামা সুপার মার্কেটে খোলা বাজারে মাছ বিক্রি শুরু করেছেন। আর তৃণমূল নেতার এমন সিদ্ধান্তে অনেকেই হকচকিয়ে যাচ্ছেন।
ওই তৃণমূল নেতা জানান, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দল করি। আমি দল ছাড়িনি। আর দল ছাড়ার কোনও পরিকল্পনাও আমার নেই। তবে লোকাল নেতৃত্বের উপর আমার ক্ষোভ রয়েছে। প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে আমার পরিবার দিনযাপন করছে। নুন আনতে পান্তা ফুরায়। এমত অবস্হায় বাধ্য হয়েই মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।



