ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ নিয়ে আপাতত চূড়ান্ত অনিশ্চয়তা, বউবাজার নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক রিপোর্টে বাড়ল আশঙ্কা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ নিয়ে আপাতত চূড়ান্ত অনিশ্চয়তা, বউবাজার নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক রিপোর্টে বাড়ল আশঙ্কা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বউবাজার লাগোয়া দুর্গাপিতুরি লেন-সহ আশপাশের এলাকার ভূগর্ভের মাটির গঠন অত্যন্ত দুর্বল। তাই ফের মেট্রোর সুড়ঙ্গ খোড়ার কাজ শুরু করলে আরও অনেক বাড়ি বসে যাওয়া বা ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার মাটি ও বাড়িগুলির সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখে এমনই রিপোর্ট দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।
শুক্রবার তাঁরা কলকাতা পুরসভার কাছে যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন তাতে এমনই দাবি করা হয়েছে। বলাই বাহুল্য এই রিপোর্ট সামনে আসতেই আরও আশঙ্কায় পড়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একাধিক অধ্যাপকদের নিয়ে গঠিত একটি টিম এই কাজ শুরু করেছে। তাঁরা বলছেন, দুর্গা পিতুরি লেনের ভূগর্ভস্থ মাটি অত্যন্ত দুর্বল। মাটি দুর্বল থাকায় কাজ শুরু করলে আরও বাড়ি ধসে পড়তে পারে। মাটি পরীক্ষা এবং এলাকার মানচিত্র খতিয়ে দেখে কিছুদিন পর চূড়ান্ত রিপোর্ট জমা দেবেন তাঁরা। এরপর এলাকার বাসিন্দাদের আশঙ্কার পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে অনিশ্চয়তার মেঘ আরও ঘনালো।
মেট্রো সুত্রে জানা গিয়েছে, ধর্মতলা-শিয়ালদা রুটে এখনও প্রায় ৯ মিটার সুড়ঙ্গ খোঁড়ার কাজ বাকি। এই অংশের সুড়ঙ্গের উপরের বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার ওপর বিশেষ ভাবে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বর্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় কোনও কাজ না করারও সুপারিশ করেছেন তাঁরা। বর্ষায় কাজ হলে আরও বড় বিপদ ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞ কমিটি। সব মিলিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করা নিয়ে আপাতত চূড়ান্ত অনিশ্চয়তায় কেএমআরসিএল।



