চুড়ান্ত ৫ দল মহিলা আইপিএলে, ব্রাত্য কে? কার কত দাম?

চুড়ান্ত ৫ দল মহিলা আইপিএলে, ব্রাত্য কে? কার কত দাম?
25 Jan 2023, 10:15 PM

চুড়ান্ত ৫ দল মহিলা আইপিএলে, ব্রাত্য কে? কার কত দাম?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মহিলা আইপিএলে ব্রাত্য থাকছে কলকাতা। আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ শহরের দল খেললেও কলকাতার কোনও দলই থাকছে না মহিলাদের আইপিএলে। মহিলাদের আইপিএল খেলবে কোন পাঁচটি শহরের দল, তা আজই ঠিক হয়ে গেল।

আদানি গ্রুপ কিনেছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। এই দলের দাম সবথেকে বেশি। ১২৮৯ কোটি টাকার বিনিময়ে আহমেদাবাদ দল কিনল আদানি গোষ্ঠী।

মহিলাদের আইপিএলে খেলবে না কলকাতার কোনও ফ্রাঞ্চাইজি। শাহরুখ খান দল কেনার বিষয়ে আগ্রহ দেখালেও শেষমেশ সেটি কিনতে পারেনি নিলামে ঠিক মতো দর না পাওয়ায়। মহিলাদের প্রথম আইপিএলে কলকাতার দল নেই, এটি কল্লোলিনীর ক্রিকেট প্রেমীদের কাছে চরম হতাশার। দল কেনার শর্ত হল, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিড করার সময় দিতে হয়, সেটি দেখাতে পারেনি কলকাতা ফ্রাঞ্চাইজি।প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা দিয়ে দল কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বুধবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মহিলা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন...

যুগান্তকারী মুহূর্ত। নতুন এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ।চলতি বছর ৫টি দলকে নিয়ে হবে মহিলাদের আইপিএল। আগামী বছর গুলিতে বাড়বে দল সংখ্যা।

 

মহিলা আইপিএলের দলগুলি

১) আহমেদাবাদ (আদানী গোষ্ঠী-১২৯০ কোটি টাকা)

২) মুম্বই ( মুম্বই ইন্ডিয়ান্স -৯১২ কোটি টাকা)

৩) বেঙ্গালুরু (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৯০১ কোটি টাকা)

৪) দিল্লী (জিন্দাল স্টিল ওয়ার্কস-৮০১ কোটি টাকা)

৫) লক্ষ্ণৌ (কেপ্রি গ্লোবাল গোষ্ঠী- ৭৫৭ কোটি টাকা)

 

Mailing List