কারা আগে নামাজ পড়বে তা নিয়ে বচসা থেকে মারামারি, সংঘর্ষে মৃত ১ বাংলাদেশে

কারা আগে নামাজ পড়বে তা নিয়ে বচসা থেকে মারামারি, সংঘর্ষে মৃত ১ বাংলাদেশে
22 Apr 2023, 03:20 PM

কারা আগে নামাজ পড়বে তা নিয়ে বচসা থেকে মারামারি, সংঘর্ষে মৃত ১ বাংলাদেশে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নামাজ পড়ার সময় নিয়ে বচসা। আর তা থেকে মারামারিতে রণক্ষেত্র চেহারা নিল ঈদগাহ। আর সেই সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নজরুল ইসলাম (৩৮)। শনিবার ঈদের দিন ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জের হোসেনপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোসেনপুর একটি ঈদগাহে ঈদের নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে একই গোষ্ঠীর মানুষের মধ্যে বচসা শুরু হয়। কারা আগে নামাজ পড়বে তা নিয়ে শুরু হয় বচসা। তা থেকে সংঘর্ষ।  দুই পক্ষ ইট, পাথর ছুঁড়তে থাকে অপর পক্ষকে লক্ষ্য করে। তাতে একজনের মৃত্যু হয় এবং কয়েকজন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Mailing List