FIFA WORLD CUP তিকিতাকা থামিয়ে আজ টিকে থাকার লড়াই জার্মানদের

তিকিতাকা থামিয়ে আজ টিকে থাকার লড়াই জার্মানদের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে সুপার সানডে। ভারতীয় সময় মধ্যরাতে স্পেন বনাম জার্মানি ম্যাচ। তিকিতাকার জাদু থামিয়ে টিকে থাকতে হবে টমাস মুলারদের। জার্মানির বিপক্ষে জিতলেই এক ম্যাচ বাকি থাকতে শেষ ষোলোয় জায়গা করে নেবে স্পেন। আল বাইত স্টেডিয়ামে রোববার চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা।
ম্যাচের আগে স্পেন কোচ এনরিকের চোয়াল শক্ত করে বলেন, ''আমরা কাউকেই সমীহ করি না। কোস্টা রিকার মতো জার্মানির বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবলই খেলতে বলছি ছেলেদের। আমাদের লক্ষ্য রবিবারই বিশ্বকাপের শেষ ষোলোয় ছাড়পত্র আদায় করে নেওয়া। জিততে না পারলে পরিস্থিতি একটু কঠিন হয়ে পড়বে। কারণ, শেষ ম্যাচে আমাদের খেলতে হবে জাপানের বিরুদ্ধে।'' একই সঙ্গে তার বক্তব্য“জার্মানি খুব ভালো দল, গতিময় ফুটবল খেলে। আমরা যদি এটি নিয়ন্ত্রণ করতে পারি তবে দুর্দান্ত। অন্যথায়, আমাকে প্রতিটি দিকে নিয়ে ভাবতে করতে হবে।তবে আমরা নিশ্চিত যে, জার্মানিকে হারাতে পারব। আমরা পাগলাটে উন্মুক্ত ম্যাচ চাই না। কারণ, তারা যদি রক্ষণ অনেক উপরে নিয়ে আসে আমাদের হয়তো অনেক ঝুঁকি নিতে হতে পারে।”
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয় ও কানাডা। দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল।
গ্রুপ এফ এ প্রথম জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তাঁরা। দু-পক্ষই প্রথম ম্যাচে গোলের খাতা খুলতে পারেনি। দুই দলই জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামতে চলেছে। কানাডার মূল ভরসা বায়ার্ন মিউনিখের তারকা আলফানসো ডেভিস।


