FIFA WORLD CUP একই আসনে মারাদোনা, মেসি, নয়া রেকর্ড এমবাপের

FIFA WORLD CUP একই আসনে মারাদোনা, মেসি, নয়া রেকর্ড এমবাপের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: গোল করলেন দলকে জেতালেন,সেই সঙ্গে কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বকাপে গোলের নিরিখে একই আসনে মারাদোনা মেসি।
মেক্সিকোর ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট তখন দি মারিয়া কাছ থেকে বল নিয়ে দৌড়ের মধ্যেই একবার গোলরক্ষককে মেপে নিলেন মেসি। তারপর তার জমি ঘেঁষা দূরপাল্লার শট গ্যারোমা ওঁচোয়ার নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যেতেই আনন্দে লাফিয়ে উঠেন আর্জেন্টাইন সমর্থকরা।আরও একধাপ এগিয়ে গেলেন আধুনিক ফুটবলের রাজপুত্র। ছুঁয়ে ফেললেন দিয়েগো মারাদোনাকে। বিশ্বকাপে ২১ ম্যাচে ৮ গোল ছিল কিংবদন্তির। সমসংখ্যক ম্যাচেই মারাদোনাকে ছুঁলেন মেসি। বিশ্বকাপের ম্যাচের সংখ্যায় এদিন দিয়েগো মারাদোনাকে ছোঁয়ার নজির গড়েন।
৬৪ মিনিটে মেসির অসাধারণ প্লেসিংয়ে দুরন্ত গোল দেখে যেমন, সকলেই বলে উঠলেন 'মেসি ম্যাজিক', তেমনই ৮৭ মিনিটে এনজো ফার্নান্ডেজের গোল দেখে চোখ কপালে উঠল। মেসির পাস থেকে দু'জন ডিফেন্ডারকে কাটিয়ে টপ কর্নার দিয়ে যে, গোল এনজো করলেন, তা মনে রাখবে ফুটবলবিশ্ব। ওচোয়ার মতো মহাতারকা গোলরক্ষকও কিছু করতে পারেননি।ম্যাচ শেষে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘আজ থেকে আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। কারণ, আমরা জানতাম, দুটি ম্যাচ জিতেই আমাদের পরের পর্বে যেতে হবে। আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হয়েছি, তবে আমরা এ নিয়ে সতর্ক যে প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আরেকটি ধাপ পার করতে হতো।’
এদিকে ডেনমার্ক এর বিরুদ্ধে জোড়া গোল করে নয়া রেকর্ড এমবাপের। ফ্রান্সের হয়ে জিনেদিন জিদানের মোট গোলসংখ্যাও স্পর্শ করে ফেললেন এমবাপে। তাও মাত্র ২৩ বছর বয়সে। জিদান তাঁর পুরো ক্যারিয়ারে ফ্রান্সের জার্সিতে মোট ৩১টি গোল করেছেন। এমবাপে এই বয়সেই করে ফেললেন ৩১টি গোল। তিনি যে কোথায় থামবেন, কে জানে! শেষ ১২ ম্যাচে মোট ১৪টি গোল করেছেন এমবাপে।
এ দিন এমবাপের জোড়া গোলের হাত ধরে টানা দ্বিতীয় ম্যাচে জিতে প্রি-কোয়ার্টারে চলে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


