অল্প সুদর্শন পুরুষই মহিলাদের বেশি সুখী করতে পারে: বলছে সমীক্ষা

অল্প সুদর্শন পুরুষই মহিলাদের বেশি সুখী করতে পারে: বলছে সমীক্ষা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভালোবাসার মানুষটা কেমন হবে, সে বিষয়ে অনেকেরই অনেক রকম ভাবনা থাকে। হ্যান্ডসাম না রাফ অ্যান্ড টাফ? সাধারণ চেহারার নাকি সিক্স প্যাকের পুরুষকে? এই নিয়ে বিস্তর গবেষণা হয়। এখনও এই নিয়ে নানা রকম গবেষণা চলছে। সাম্প্রতিক একটি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, কম সুদর্শন পুরুষের সঙ্গে বেশি সুখী হন মহিলারা। কে কখন, কোন বয়সে কার প্রেমে পড়বেন তার কোনও ঠিক নেই।
ভালোবাসা কখনও কারও রূপ বা অর্থ-সম্পদ বা আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে না। তবে এই সব বিষয় বাদও তো দেওয়া যায় না। কারণ একজন আরেকজনের চেহারা দেখেই প্রথমে পছন্দ করেন। এরপর কথা-বার্তা, ভাব বিনিময়ের পর একে অন্যের প্রতি ভালোবাসা জন্মায়। সেই ভালো লাগা, ভালোবাসার কথাও একে অন্যের কাছে প্রকাশ করেন তাঁরা। যদিও কে কখন কাকে পছন্দ করবেন, তা একান্তই একজনের ব্যক্তিগত বিষয়।
আর সব মহিলাই চান যে তাঁর সঙ্গী যেন সুন্দর, স্মার্ট, নানা গুণের অধিকারী হন। কিন্তু তাই বলে কি যারা দেখতে একটু কম সুদর্শন তারা সিঙ্গেলই থাকবেন? এমনটি নয়। বরং এই রকম কম সুদর্শন পুরুষের সঙ্গেই নারীরা বেশি সুখী থাকেন বলে জানাচ্ছে একটি গবেষণা। নতুন এই গবেষণার তথ্য অনুযায়ী, যে সম্পর্কে পুরুষের চেয়ে মহিলারা বেশি সুন্দরী হয়, সেখানে প্রেমের সফলতার সম্ভাবনা বেশি থাকে।
এই সমীক্ষায় স্বামী-স্ত্রীকে তাঁদের চেহারার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান হন। স্ত্রীকে সব সময় হাসিখুশি রাখার চেষ্টা করেন তাঁরা।


