বেঙ্গালুরুকে সমীহ ফেরান্দোর, বাগান সমর্থকদজের জন্য সুখবর  

বেঙ্গালুরুকে সমীহ ফেরান্দোর, বাগান সমর্থকদজের জন্য সুখবর   
27 Sep 2023, 02:40 PM

বেঙ্গালুরুকে সমীহ ফেরান্দোর, বাগান সমর্থকদজের জন্য সুখবর

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আজ আইএসএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচেই কেরলের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। কিন্তু দক্ষিণী দলটিকে কখনই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান এসজি কোচ। প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অনিরুদ্ধ থাপাকে সঙ্গী করেই। সেখা‌নেই বাগান কোচ বলেন, ‘বেঙ্গালুরু এফসি খুব ভালো দ‌ল, গতবার ওরা ফাইনালে পৌঁছেছিল। তাই আমাদের যে কোনও মুর্হূতের জন্য তৈরি থাকতে হবে।’ এই ম্যাচে বেঙ্গা‌লুরুর হয়ে খেলতে পারবেন না সুনীল ছেত্রী। তবে সুনীল ছাড়াও যে বেঙ্গালুরু শক্তিশালী দল তা মানছেন অনিরুদ্ধ থাপা। একইসঙ্গে তাঁর মুখে উঠে আসে টিম গেমের থিয়োরি। থাপার কথায়, ‘আমাদের দলের সাজঘরের পরিবেশ অত্যন্ত ভালো। ম্যাচে কতক্ষণ খেললাম সেটা বড় কথা নয়, দলের জন্য কতাট অবাদন রাখলাম সেটাই গুরুত্বপূর্ণ।’

বর্তমানে মোহনবাগান টানা সাতটা ম্য়াচ অপরাজিত। ISL-এ তারা এখনও পরাস্ত হয়নি শেষ ম্য়াচগুলোতে। তবে এটাতে ভেসে যেতে নারাজ মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি প্রতিটা ম্য়াচকে আলাদা করে দেখতে চান। বেঙ্গালুরু তিনজন সেন্ট্রাল ব্যাকের জন্য় জুয়ান ফেরান্দো জানান গত ম্যাচের থেকে এই ম্য়াচে তাদের পরিকল্পনা আলাদা। জানা গিয়েছে, বুধবার মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফ সি ম্যাচে অতিরিক্ত বাস চালাবে পরিবহণ দপ্তর।

যুবভারতী স্টেডিয়াম থেকে সাতটি রুটে চলবে বাস। এর মধ্যে রয়েছে যাদবপুর, উল্টোডাঙা, জোকা, এসপ্ল্যানেড, বারাকপুর, হাওড়া স্টেশন, গড়িয়া ও দক্ষিণেশ্বরও। ফলে খেলা শেষ হতে রাত হলেও বাড়ি ফেরার চিন্তা থাকবে না সমর্থকদের। গত দুই ম্যাচের মতো, বুধবার রাতেও ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ একজোড়া অতিরিক্ত মেট্রো চালাবে বলে আশাবাদী মোহনবাগান সমর্থকরা।

Mailing List