মহিলা কুস্তিগীরদের যৌনহেনস্থা করা হচ্ছে! ফেডারেশন প্রেসিডেন্ট এর শাস্তি চাই, তীব্র লড়াইয়ের হুঁশিয়ারি ফোগতদের

মহিলা কুস্তিগীরদের যৌনহেনস্থা করা হচ্ছে! ফেডারেশন প্রেসিডেন্ট এর শাস্তি চাই, তীব্র লড়াইয়ের হুঁশিয়ারি ফোগতদের
19 Jan 2023, 09:57 AM

মহিলা কুস্তিগীরদের যৌনহেনস্থা করা হচ্ছে! ফেডারেশন প্রেসিডেন্ট এর শাস্তি চাই, তীব্র লড়াইয়ের হুঁশিয়ারি ফোগতদের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ফেডারেশনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বুধবার থেকে যন্তরমন্তরে ৩১ জন কুস্তিগির ধর্ণায় বসেছেন। যে তালিকায় রয়েছেন, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগত-সহ আরও অনেকে৷ এছাড়াও ধর্ণায় ছিলেন ভিনেশ ফোগট, সঙ্গীতা ফোগট, সোনম মালিক-সহ ৩১ জন কুস্তিগীর। সেখানে ভিনেশ কান্নায় ভেঙে পড়েন। কুস্তিগীররা, ডব্লিউএফআই-র পরিচালন কাঠামোয় পরিবর্তনের দাবি জানান। পাশাপাশি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের ক্রীড়া কর্তৃপক্ষের কাছে আবেদন করেন।

যৌন হেনস্তার পাশাপাশি কুস্তিগিরদের উপর মানসিক নির্যাতন চালানোরও অভিযোগ আনা হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। প্রসঙ্গত, তিনি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। ভিনেশ ফোগাট তাঁর বিবৃতিতে বলেছেন, 'কোচ মহিলা খেলোয়াড়দের যৌন হয়রানি করছেন এবং ফেডারেশনের কিছু প্রিয় কোচও মহিলা কোচদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। তাঁরা মেয়েদের যৌন নিপীড়ন করে। প্রেসিডেন্ট অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।' ভিনেশ ফোগাট বলেছেন, 'রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।' ক্রীড়াবিদদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করেছে ফেডারেশন, এমনটাই অভিযোগ জানিয়েছেন ভিনেশ। তাঁর মতে, লাগাতার হেনস্তার শিকার হয়ে একটা সময়ে আত্মহত্যাও করতে চেয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন চুপ করে থাকতে বাধ্য হন। যন্তর মন্তরে বিক্ষোভে কুস্তিগীররা, ফেডেরেশনের স্বৈরাচারিতা বরদাস্ত না-করার হুঁশিয়ারি।সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা কিন্তু লড়াই শেষ দেখে ছাড়তে চান।।

Mailing List