নীরজের খেলা দেখেত হাজির ফেডেরার, রূপো পেলেন ভারতীয় অ্যাথলিট

নীরজের খেলা দেখেত হাজির ফেডেরার, রূপো পেলেন ভারতীয় অ্যাথলিট
01 Sep 2023, 02:35 PM

নীরজের খেলা দেখেত হাজির ফেডেরার, রূপো পেলেন ভারতীয় অ্যাথলিট

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: দোহা, লুসানের পর জুরিখ, চলতি বছরে পরপর তিনটি ডায়মন্ড লিগ জিতে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ভারতের সোনার ছেলে নীরজের। রূপো জিতে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। কিন্তু দিনটা হয়তো ভাল ছিল না তাঁর জন্য।

 বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা পাওয়ার পর জানিয়েছিলেন যে তিনি পুরোপুরি সুস্থ নন। তিনি পিঠে এবং কাঁধে অস্বস্তি অনুভব করছিলেন ওই ইভেন্টটি সম্পূর্ণ হওয়ার পর। সম্ভবত সেই কারণেই এখানে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনি সোনা জিতেছিলেন ৮৮.১৭ মিটার দূরত্বের থ্রোয়ে। এখানে তিনি রুপা জিতলেন ৮৫.৭১ মিটার দূরত্বের থ্রোয়ে।

প্রতিযোগিতা শেষে নীরজ জানান, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর তিনি ক্লান্ত। তাই ডায়মন্ড লিগে নিজের ফিটনেস বজায় রাখার দিকেই বেশি মনোযোগী ছিলেন। আগামী প্রতিযোগিতাগুলিতে নিজের ১০০ শতাংশ দিতে পারবেন বলেও আশাবাদী ভারতের পয়লা নম্বর জ্যাভলার।

ডায়মন্ড লিগে সোনা জয়ের হাতছানি ছিল নীরজের কাছে। তবে দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হওয়ায় একটা সময় পাঁচে নেমে গিয়েছিলেন নীরজ। ঘুরে দাঁড়ান চতুর্থ প্রয়াসে। শেষ থ্রো-টি জুরিখে নীরজের সেরা হলেও তাতে সোনা নিশ্চিত হয়নি। ৮৫.৭১ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।নীরজকে ছাপিয়ে গেলেন জাকুব ভাদলেচ। জুরিখ ডায়মন্ড লিগে সোনা জিতলেন চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট।

সুইত্জা্রল্যান্ডের রাজধানীতে নীরজ যখন বর্শা হাতে অ্যাকশনে, তখন দর্শকাসনে দেখা গেল রজার ফেডেরারকে। টেনিস বিশ্বের এই কিংবদন্তি তাঁর পরিবার নিয়ে এসেছিলেন অ্যাথলিটদের উত্সাফহ দিতে। ২০টি গ্র্যান্ড স্লামের মালিক স্ত্রী মিরকা, বাবা-মা এবং মেয়েদের পাশে বসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সেরাদের পারফরম্যান্স দেখলেন।

Mailing List