স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক! সন্দেহের বশে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক! সন্দেহের বশে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
11 Sep 2023, 07:58 PM

স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক! সন্দেহের বশে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

স্ত্রীর সঙ্গে বাবার অবৈধ সম্পর্ক রয়েছে -এমন সন্দেহ করে বাবাকে কুপিয়ে খুন করে থানায় ধারালো অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করলো ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়নপুর থানার বায়ড়া -কুড়চি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভূতনাথ ঘোড়ুই (৬২)। পুলিশ ছেলে বিনয় ঘোড়ুইকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিনয় তার স্ত্রী ও বাবার মধ্যে কয়েক মাস ধরে আচরনের অসংগতি লক্ষ্য করে। তা থেকে সন্দেহ দেখা দেয়। সে স্ত্রীকে বাবার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখেও ফেলেছিল বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছিল বলে প্রতিবেশীদের দাবি। কিন্তু স্ত্রী ও তার বাবা তাকে প্রমানের কথা জানিয়েছিল। এই নিয়ে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। এমনকি বিনয় ঘরে সিসিটিভি-ও লাগিয়েছিল বলে জানা গিয়েছে। এই নিয়ে পারিবারিক অশান্তি রবিবার চরমে ওঠে। অভিযোগ, সেই সময় রাগের বশে বাবার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে ছেলে বিনয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বাবা ভূতনাথ। তাকে উদ্ধার করে উদয়নারায়নপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর নিজেই থানায় ধারালো অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করে ছেলে।এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Mailing List