এই জায়গাকে 'ভারতের কাজু শহর' বলা হয়, কাজু বিক্রি হয় একে বারে সস্তায়
কাজুর দাম সব সময় আকাশচুম্বী এবং এর দাম প্রায় ৮০০-১০০০ টাকা প্রতি কেজি। তবে, আপনি জেনে অবাক হবেন যে ভারতে এটিই একমাত্র জায়গা যেখানে এই বাদামগুলি প্রতি কেজি ৩০-১০০ টাকার মধ্যে অনেক কম দামে বিক্রি হয়।