মালদায় বোলতার কামড়ে মৃত্যু কৃষকের, জখম পরিবারের আরও চারজন

মালদায় বোলতার কামড়ে মৃত্যু কৃষকের, জখম পরিবারের আরও চারজন
18 Sep 2023, 03:00 PM

মালদায় বোলতার কামড়ে মৃত্যু কৃষকের, জখম পরিবারের আরও চারজন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, মালদহ: বোলতার কামড়ে মৃত্যু হল এক কৃষকের। ঘটনায় অসুস্থ হয়েছেন পরিবারের আরো চার সদস্য। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির নলদহরী এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই কৃষকের নাম খগেন মন্ডল। বয়স ৬৫ বছর। পরিবারে রয়েছে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সকালেও সে নিজের জমিতে কাজ করতে যায়। জমির পাশেই একটি গাছে বোলতার চাক ছিল বলে জানা যায়। কাজ করতে গিয়েই একাধিক বোলতার কামড়ে গুরুতর অসুস্থ হন ওই কৃষক। কৃষকের চিৎকার শুনে আশেপাশের অন্যান্য কৃষকেরা ছুটে আছেন এবং পরিবারের সদস্যদের কে খবর দেন। পরিবারের সদস্যরা ওই কৃষককে বাঁচাতে যান কৃষকের স্ত্রী চপলা মন্ডল (৫০) ও ছেলে সজল মন্ডল (২৭), দুই মেয়ে কোয়েল মন্ডল (২২) এবং পায়েল মন্ডল (২১)। সকলকেই বোলতা কামড় দেয়। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে অবস্থার অবনতি হলে খগেন মন্ডল নামে ওই কৃষককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরী বিভাগের চিকিৎসকেরা ওই কৃষককে মৃত বলে ঘোষণা করে।

Mailing List