অভিনব! স্প্রে মেশিনে লুকিয়ে বাংলাদেশে সোনা পাচারের চেষ্টা!

01 Dec 2022, 10:45 PM
অভিনব! স্প্রে মেশিনে লুকিয়ে বাংলাদেশে সোনা পাচারের চেষ্টা!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অভিনব পাচারের চেষ্টা। আগে মোটরবাইকে টায়ার থেকে শুরু করে জুতোর সোলের লুকিয়েও পাচারের ঘটনা ঘটেছে। কিন্তু তাতেও ধরা পড়ে যায়। তাই এবার নতুন পদ্ধতি। তা হল স্প্রে মেশিনের ভেতর সোনা লুকিয়ে পাচারের চেষ্টা।
যদিও তাতেও লাভ হল না। বিএসএফের চোখ এড়ানো গেল না। অবশেষে ধরা পড়তে হল। উত্তর ২৪ পরগনা জেলার মামাভাগিনায় ঘটনাটি ঘটেছে। স্প্রে মেশিনে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বিএসএফ ১৯টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণ ২ কেজি ২১৬ গ্রাম। এই বিস্কুটগুলি স্প্রে মেশিনে লুকিয়ে নিয়ে এসেছিল এক বাংলাদেশি চোরাচালানকারী। কিন্তু বিএসএফ জওয়ানদের দেখে বাংলাদেশে পালিয়ে যায় সে। এমনই দাবি পুলিশের।


