অভিনব! বাঁকুড়ার খাতড়ায় রক্তদান শিবিরে রক্ত দিলেন প্রতিবন্ধীরা!

03 Dec 2022, 07:50 PM
অভিনব! বাঁকুড়ার খাতড়ায় রক্তদান শিবিরে রক্ত দিলেন প্রতিবন্ধীরা!
দেবনাথ মোদক, খাতড়া
"দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি'র পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে খাতড়া গুরুসদয় মঞ্চে প্রতিবন্ধীদের রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হল। শনিবার ওই শিবিরে ৮ জন মহিলা সহ ৩১ জন প্রতিবন্ধী রক্তদান করেন ও ৫৩ জনকে শীতবস্ত্র দান করা হয়। খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা এদিন শিবিরে রক্ত সংগ্রহ করেছেন বলে সংগঠনের সদস্যরা জানায়। উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও মৈত্রী চক্রবর্তী, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, খাতড়ার বিডিও অভীক বিশ্বাস, থানার আইসি সমিত ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


