৪৬তম বছরে ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের থিম 'সোনার কলস'

৪৬তম বছরে ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের থিম 'সোনার কলস'
26 Sep 2022, 06:00 PM

৪৬তম বছরে ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের থিম 'সোনার কলস'

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাব তিনবার জেলায় সেরা পুজোর স্বীকৃতি ছিনিয়ে নিয়েছে। এর আগে 'পরীর দেশ', 'এক টুকরো আন্দামান' ও 'বিশ্ব উষ্ণায়ন' থিমের উপর পুজো মণ্ডপ তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে ফালাকাটার এই ক্লাব।

বিশ্ববাংলা থেকে প্রতিবার পুরস্কার পাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে ফালাকাটা কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের। ক্লাবের পুজো কমিটি সূত্রে খবর, এবার ৪৬ তম বছরে তাঁদের মণ্ডপের থিম 'সোনার কলস'। প্লাস্টিক বর্জিত সম্পূর্ণ পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপ তৈরি করছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইলা। মণ্ডপে ব্যবহার হচ্ছে পাট, পাটশোলা, চট ও সুপারির খোল।

Mailing List