ফের ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার মালদায়, নিউরোর পর এবার ধরা পড়লো চোখের ডাক্তার, আর কত ভূয়ো ডাক্তার রয়েছে? আতঙ্ক মালদায়

ফের ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার মালদায়, নিউরোর পর এবার ধরা পড়লো চোখের ডাক্তার, আর কত ভূয়ো ডাক্তার রয়েছে? আতঙ্ক মালদায়
নারায়ণ সরকার, চাঁচল
ক’দিন আগেই ধরা পড়েছিল ভূয়ো স্নায়ুরোগ বিশেষজ্ঞ। আর এবার ধরা পড়লো ভূয়ো চোখের ডাক্তার। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে।
পুলিশ জানিয়েছে, ধৃত ভূয়ো চিকিৎসকের নাম প্রলয় সাহা। মালদার চাঁচলে চশমা বিক্রির পাশাপাশি চোখের চিকিৎসাও করতেন। চাঁচল ১ নম্বর ব্লকের বিএমওএইচ আক্তার হোসেনের অভিযোগের ভিত্তিতে প্রলয় সাহা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।
প্রশাসন সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই চাঁচল ব্লক স্বাস্থ্য দপ্তরে প্রলয় সাহার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। চাঁচল শহরের তরলতোলা মোড়ে চশমার দোকানের আড়ালে চিকিৎসার নামে রীতিমতো প্রতারণার ফাঁদ বিছিয়ে ছিলেন প্রলয় সাহা। অভিযোগ এমনটাই। অভিযোগ, তিনি নাকি প্রথমে চশমা বিক্রির পাশাপাশি চোখের পাওয়ার পরীক্ষা করে দিতেন। প্রায় বছর দশেক ধরে তা চলছে। কিন্তু মাঝপথে তারই পাশাপাশি তিনি চোখের রোগ নির্ণয় ও ওষুধ দেওয়ারও শুরু করেন বলে অভিযোগ।
বিষয়টি নজরে পড়ে চাঁচল ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেনের। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আমাদের মেডিকেল টিম তাঁর চেম্বারে গিয়েছিলেন। তখন তাঁকে রোগীদের চিকিৎসা করতে ও ওষুধ দিতে দেখা যায়। প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। ফলে সেই ওষুধে মানুষের চোখের ক্ষতিও ও হতে পারে। তাই পুলিশ কে ঘটনাটি জানানো হয়। পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার বিকেলে চাঁচলের তরলতলা এলাকায় পুলিশকে সাথে নিয়ে ওই চশমার দোকানে অভিযান চালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। চিকিৎসারত অবস্থায় ওই ভুয়ো চিকিৎসক প্রলয় সাহাকে হাতেনাতে ধরে ফেলেন। যদিও প্রলয় সাহার দাবি, তিনি ওষুধ দিতেন না। চোখের পাওয়ার পরীক্ষা করতেন। অভিজ্ঞতার ফলে তিনি কোথায় চোখের রোগ নির্ণয় হয় তাও বাতলে দিতেন।
ক’দিন আগেই মালদা শহরে মালদা মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের নাম নিয়ে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হিসেবে ব্যবসা ফেঁদেছিলেন এক ব্যক্তি। ফের ধরা পড়লো আর একজন। ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে মালদায়।


