ফেস মিস্ট সাথে টোনার! গরমে একসাথে কীভাবে দুটোরই কাজ করে গোলাপ জল, জানেন?

ফেস মিস্ট সাথে টোনার! গরমে একসাথে কীভাবে দুটোরই কাজ করে গোলাপ জল, জানেন?
22 Apr 2023, 02:27 PM

ফেস মিস্ট সাথে টোনার! গরমে একসাথে কীভাবে দুটোরই কাজ করে গোলাপ জল, জানেন? 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রূপচর্চার সঙ্গে গোলাপ জলের নাম ওতপ্রোতভাবে জড়িত। আর এখন তো গ্রীষ্মকালে। প্রতি পদে জরুরি এই উপাদান। ত্বকের খেয়াল রাখতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। গরমে মুখে গোলাপ জল বুলিয়ে নিলে খুব আরাম পাওয়া যায়। ত্বকের ক্লান্তি নিমেষে দূর করে দিতে পারে কয়েক ফোঁটা গোলাপের জল।

ত্বকের প্রদাহ কমায় গোলাপ জল

গরম এলেই ত্বকের হাজার একটা সমস্যা দেখা দেয়। ত্বকের উপর লালচে দাগ, জ্বালাভাব দেখা যায়। এগুলো মূলত ঘাম ও সান বার্নের কারণে দেখা যায়। এই অবস্থায় গোলাপ জল লাগালে আরাম পাওয়া যায়। গোলাপ জলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের প্রদাহ কমাতে এবং অ্যালার্জির হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে গোলাপ জল। গোলাপ জলে ত্বকের অতিরিক্ত তেলকে পরিষ্কার করে মুখের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।

ত্বকের ক্ষত নিরাময় করে

গরমের স্কিন কেয়ারে রুটিনের অবিচ্ছেদ্য অংশ করে তুলুন গোলাপ জলকে। গোলাপ জল ব্যবহার করে আপনি ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণ ও পিম্পেলের সমস্যাকে দূর করতে পারেন। যেহেতু গোলাপ জল আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, তাই এটি বলিরেখা, সূক্ষ্মরেখাও প্রতিরোধ করে। তাছাড়া, বিশেষজ্ঞেরা মনে করেন, গোলাপ জল মেজাজকে উন্নত করতে সাহায্য করে। যার জেরে ত্বকও তরতাজা দেখায়।

গরমে সেরা ফেস মিস্ট

অনেকেই গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করেন। এবার গরমে ফেস মিস্ট হিসেবে ব্যবহার করুন গোলাপ জলকে। ৪০ ডিগ্রি তাপমাত্রায় ত্বকেরও দরকার সতেজতা। রোদ থেকে ফিরে এসে মুখে স্প্রে করে নিতে পারেন গোলাপ জল। এছাড়া মুখ পরিষ্কার করে, তুলোর বলে গোলাপ জল নিয়ে গোটা মুখে বুলিয়ে নিতে পারেন। এটা ফেস মিস্ট ও টোনার দুটোরই কাজ করবে।

আর যে উপায়ে গোলাপ জলকে ব্যবহার করবেন: 

ফেস টোনার হিসেবে গোলাপ জল ব্যবহার করা, সবচেয়ে ভাল উপায়। এছাড়াও আপনি ফেসপ্যাকে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। মুলতানি মাটিতে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন গোলাপের মতো প্রাকৃতিক আভা।

Mailing List