চাঁদার জুলুম, চালককে বেধড়ক মার মালদায়, ব্যাপক উত্তেজনা, আটক ৪

চাঁদার জুলুম, চালককে বেধড়ক মার মালদায়, ব্যাপক উত্তেজনা, আটক ৪
15 Jan 2023, 07:30 PM

চাঁদার জুলুম, চালককে বেধড়ক মার মালদায়, ব্যাপক উত্তেজনা, আটক ৪

 

নারায়ণ সরকার, মালদা

    

চাঁদা দিতে অস্বীকার করায় লরির চালককে বেধড়ক পেটালো একদল যুবক। প্রতিবাদে পথ অবরোধ লরি চালকদের। ঘটনাটি মালদহের মানিকচক রাজ্য সড়কে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় মানিকচক থানা মথুরাপুর এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহি‌নী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে আগামী, ২৬ শে জানুয়ারী উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করেছে একদল যুবক। তারই জন্য একদল যুবক মালদা মানিকচক রাজ্য সড়কে চাঁদা তুলছিল। চাঁদা দিতে অস্বীকার করেছিল এক লরি চালক। তখনই তাকে একদল যুবক চড়াও হয়ে ঘুষি লাথি মারে। জামাও ছিঁড়ে দেয় বলে অভিযোগ। তারপরই অন্যান্য গাড়ি চালকদের বিষয়টি সে জানায়। তখনই সব লরি মিলে পথ অবরোধ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবশেষে অবরোধ উঠে। চাঁদা আদায়কারীদের ধরপাকড় করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত চাঁদা আদায়কারীদের ৪ জন যুবককে মানিকচক থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Mailing List