রাস্তায় লাগানো বিস্ফোরক, বড়সড় নাশকতা এড়ালো জম্মু ও কাশ্মীর  

রাস্তায় লাগানো বিস্ফোরক, বড়সড় নাশকতা এড়ালো জম্মু ও কাশ্মীর   
21 Nov 2023, 06:25 PM

রাস্তায় লাগানো বিস্ফোরক, বড়সড় নাশকতা এড়ালো জম্মু ও কাশ্মীর

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন:জম্মু এবং কাশ্মীরের কিশতওয়ার জেলার এক রাস্তায় প্রায় দুই কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মনে করছে, এই আইইডি সন্ত্রাসবাদীদের লাগানো। আইইডি খুঁজে পাওয়ার পর বিশেষজ্ঞ বাহিনী বিস্ফোরকটিকে নিষ্ক্রিয় করেছেন। পুলিশের ধারণা, বড়সড় হামলা করতেই এই ডিভাইস রাস্তায় লাগিয়েছিল সন্ত্রাসবাদীরা। পুলিশ কর্মীরা সতর্ক থাকায় বড় কোনও ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে জানা গেছে, সেনা এবং পুলিশের একটি যৌথবাহিনী রাস্তায় টহল দিচ্ছিল। সেই সময় কিশতওয়ার অঞ্চলের বাটোতে জাতীয় সড়কের পাশে রাস্তার ধারে লাগানো আইইডি তাদের চোখে পড়ে। জাতীয় মহাসড়কে তৎক্ষণাৎ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এবং সঙ্গে সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীকে তলব দেওয়া হয়। তাঁরা পরে নিরাপদেই বিস্ফোরটিকে নিষ্ক্রিয় করেছেন। এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। এবং সন্ত্রাসবাদীদের ধরার জন‌্য তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

Mailing List