মোহনবাগান সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের

মোহনবাগান সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ওরা বনাম আমরা। ওপাশে ডিডি বনাম এপারের দাদা। ধুন্ধুমার ময়দান। মোহনবাগান সচিবের বিরুদ্ধে পরের পর অভিযোগ ইস্টবেঙ্গলের। ময়দানের সংস্কৃতি নষ্ট করছেন মোহন সচিব। বাউন্সারের পাল্টা দিলেন দেবাশিস। ময়দানের মঞ্চে নাটক জমে গেছে।
ইমামি কর্তাকে এসএমএস পাঠিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইস্টবেঙ্গলের। বাগান সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। সাংবাদিক বৈঠক করে ইস্টবেঙ্গল কর্তা রজত গুহ বলেন, বৃহস্পতিবার ইস্টবেঙ্গল এর লগ্নিকারী সংস্থার বাইরে দেবব্রত সরকারের লোকজন বিক্ষোভ দেখিয়েছেন। ইস্টবেঙ্গল চেয়ারম্যান আদিত্য আগরওয়াল কে এসএমএস করে জানিয়েছেন দেবাশীষ দত্ত। এমনটাই অভিযোগ ইস্টবেঙ্গল কর্তাদের। রজত গুহ বলেন, ব্যক্তিগত ভাবে মোহন সচিবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। বাগান সচিব নিজের দলে বদলে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশি ভাবছেন। সৌজন্য হারাচ্ছেন । ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আলাদা করছেন। এখান ব্যক্তি আলাদা নয়।
গতকাল ইমামী অফিসে বোর্ড মিটিং ছিল। জমায়েত হয়েছিল কিছু মানুষের। বাগান সচিব নিতু বাহিনী করে এই জমায়েত করেছে বলে আদিত্য আগরওয়ালের কাছে জানায়। আমরা এই বিষয়ে অরূপ বিশ্বাসের কাছে অবদান করছি।
ইস্টবেঙ্গলের গনগনে প্রেস কনফারেন্স শুক্রবার হাজির ছিল কর্মসমিতির পাঁচ সদস্য রজত গুহ, সদানন্দ দাশগুপ্ত, শান্তিরঞ্জন দাশগুপ্ত, সৈকত গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর চক্রবর্তী। তাঁরা সকলেই বাগান কর্তার এমন কাণ্ডের তীব্র নিন্দা করেন। অতীতের সৌজন্যের উদাহরণ তুলে বলা হয়, ৭৫-এ ইস্টবেঙ্গল যখন পাঁচ গোলে এগিয়ে তখন সৌজন্য দেখিয়ে গোল না দেওয়ার পথে হেঁটেছিল।
পাল্টা উত্তরে বাগান সচিব বলেন, আমি জানি না কারা কোথায় বিক্ষোভ করেছে। আমাদের উচিত সামনের দিকে ভাবা।


