দুরন্ত ব্যাটিং রিচার, এশিয়াডের সেমিতে ভারতীয় মহিলা দল

দুরন্ত ব্যাটিং রিচার, এশিয়াডের সেমিতে ভারতীয় মহিলা দল
21 Sep 2023, 01:55 PM

দুরন্ত ব্যাটিং রিচার, এশিয়াডের সেমিতে ভারতীয় মহিলা দল

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারত ও মালয়েশিয়ার মধ্যে ক্রিকেট বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল।প্রথম কোয়ার্টার ফাইনাল ভেস্তে গেলেও টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতীয় মহিলা দল মালয়েশিয়ার থেকে উচ্চ ব়্যাঙ্কিংয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পাকা করে নেয়।

মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল তারা। শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা  ক্রিকেট দল। মালয়েশিয়ার বিরুদ্ধেও খে্লার রাশ ছিল শেফালী বর্মা, জেমিমা রডরিগেজদের দখলে। টস জিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মালয়েশিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। কিন্ত শুরু থেকেই  ভারতেীয় দলের ব্যাটাররা ছিলেন বিধ্বংসী ফর্মে। প্রথম ম্যাচেই শেফালী বর্মার দাপুটে ইনিংস দেখে আপ্লুত হয়েছেন সকলে। যদিও এই ম্যাচেও বড় রান করতে পারেননি স্মৃতি মন্ধনা। শুরুটা আক্রমণাত্মক করলেও ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেই ফিরতে হয়েছিল তাঁকে।আজকের ম্যাচে, বিস্ফোরক ব্যাটিং করেন বাংলার রিচা ঘোষ । ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরের  অনুপস্থিতে মিডিল অর্ডার সামলাতে দেখা যাচ্ছে রিচাকে। আর এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন রিচা। ১৫ তম ওভারের প্রথম চার বলে রিচা যথাক্রমে ওই ওভারেই ৪-৬-৪-৪ হাঁকান। এছাড়া বাকি দুই বলে ২ টি সিঙ্গল নেন। মোট ২০ রান হয় এই ওভারে। ভারত ২ উইকেট হারিয়ে ১৭৩ রানের বড় ইনিংস করে। জবাবে মালয়েশিয়া ব্যাট করতে নামলে বৃষ্টি শুরু হয়ে যায়। আর খেলা সম্ভব হয়নি।

Mailing List