বিশ্বকর্মা পুজোর দিনেও ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত

বিশ্বকর্মা পুজোর দিনেও ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত
18 Sep 2023, 09:15 PM

বিশ্বকর্মা পুজোর দিনেও ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম:  সোমবার বিশ্বকর্মা পূজার দিন ও হাতির তাণ্ডব অব্যাহত রইল ঝাড়গ্রাম জেলা জুড়ে। সোমবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক জুড়ে একদল হাতি তাণ্ডব চালায়। হাতির দলটি তাণ্ডব চালিয়ে জামবনি ব্লকের গদরাসোল সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েক বিঘা ধানের চাষ নষ্ট করে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলায় আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম ব্লক জুড়ে হাতির দল তাণ্ডব শুরু করেছে।  সোমবার ঝাড়গ্রাম ব্লকের মাসাংডিহি গ্রামে পনের টি দাঁতাল হাতি ঢুকে প্রায় পাঁচ বিঘা জমির ধানের চাষ নষ্ট করে দিয়েছে ।যার ফলে চিন্তায় পড়েছেন ওই এলাকার গ্রামবাসীরা। যেভাবে হাতির দল গ্রামে ঢুকে ধান চাষের ক্ষতি করছে তাতে মাথায় হাত পড়েছে চাষীদের। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া এলাকায় তাণ্ডব চালায় একটি দলছুট হাতি। ওই দলছুট হাতিটি মাঠে গিয়ে ধান চাষের ব্যাপক ক্ষতি করে। সাঁকরাইল ব্লকের আঙ্গারনালী এলাকায় রামলাল নামক একটি হাতি খাবারের সন্ধানে ঢুকে তান্ডব শুরু করে। যার ফলে এলাকার বাসিন্দারা ব্যাপক ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে গ্রামে হাতি ঢুকলে বন দপ্তরকে জানানোর জন্য গ্রামবাসীদের জানানো হয়। হাতির দল তান্ডব চালিয়ে যাদের ঘর বাড়ি ও ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে।

Mailing List