কনকনে ঠান্ডাতেও উত্তাপ পাহাড়ে, মমতা যাচ্ছেন মানভঞ্জনে

কনকনে ঠান্ডাতেও উত্তাপ পাহাড়ে, মমতা যাচ্ছেন মানভঞ্জনে
13 Dec 2020, 08:29 PM

কনকনে ঠান্ডাতেও উত্তাপ পাহাড়ে, মমতা যাচ্ছেন মানভঞ্জনে

পাহাড়ের কনকনে ঠাণ্ডাতেও উত্তাপ। সপ্তাহের শুরুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। এই সফরে তাঁকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শুধুই মান ভঞ্জনের দিকেই হয়তো মনোযোগী হতে হবে। কারণ, একদিকে বিমল গুরুঙ-এর উপস্থিতি, অন‍্যদিকে মোর্চার বিনয় তামাঙ আর অনিত থাপাকে নিরস্ত করা। দু'পক্ষই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদধন‍্য। পাহাড়বাসী এই মুহূর্তে অনেকটাই আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। বিনয় তামাঙ-এর মোর্চা কোনভাবেই পাহাড়ে বিমল গুরুঙদের জন‍্য এক চিলতে জমি ছাড়তে রাজি নয়। এর প্রধান কারণ, বিমল গুরুঙ-এর গায়ে লেগে থাকা রক্তের দাগ। তাঁর নামে এক/আধটা নয়, একশো ত্রিশটারও বেশি ফৌজদারি মামলা ঝুলছে। মাত্র কয়েকটা মাস আগেও বিমল ছিলেন ফেরার আসামী। পুলিশ তাঁকে হন‍্যে হয়ে খুঁজছিল। কোন্ পুলিশ? মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পুলিশ প্রশাসন। কিন্তু সেই বিমল গুরুঙকে নিরাপত্তা দিয়ে এই পুলিশ প্রশাসনই পাহাড়ে পৌঁছে দিয়েছে। কারণ বিমল গুরুঙ-এর বর্তমান অবস্থান তৃণমূলের সঙ্গে। বিমলদের সঙ্গে নির্বাচনী আঁতাত হয়েছে ঘাসফুলের। বিমলের নামে সবথেকে বড় কালির দাগ পুলিশ আধিকারীক অমিতাভ মালিকের হত‍্যা। ঐ পুলিশ পরিবারের কাছে মমতা প্রশাসনের প্রতিশ্রুতি ছিল অপরাধীকে ধরে কঠোর শাস্তি দেওয়ার। কিন্তু তার বদলে বিমলকে এক ছাতার নিচে নিয়ে এসে কোথাও তৃণমূল কী পাহাড়বাসীর বিশ্বাসে আঘাত করে বসলো? এ প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। এ তো গেল একটা দিক। অন‍্যদিকে তৃণমূল তথা মুখ‍্যমন্ত্রীর ছত্রছায়ায় থাকা মোর্চা নেতা বিনয় তামাঙ ও অনীত থাপারা পাহাড়ে  বিমলের দৌত‍্যকে আদৌ মেনে নেবেন? তাহলে কিভাবে তৃণমূল সুপ্রিমো দু'ই যুযুধান পক্ষকে সামাল দেবেন? ইতিমধ‍্যেই পাহাড়ে বিমল নিজের শক্তি প্রদর্শনে নেমে পড়েছেন। পাহাড়ে তাদের মিছিল , মিটিং চলছে। আরো এক বড় প্রশ্ন, কোন্ জাদুদণ্ডে তাহলে বিমল গুরুঙ ও তৃণমূল আঁতাত হলো? বিমলরা কী গোর্খাল‍্যাণ্ড পাওয়ার নিশ্চয়তা পেয়ে এই রাস্তা ধরলো? সঙ্গে বোনাস হিসেবে সমস্ত মামলা থেকে অব‍্যাহতি! মানবেন তো বিনয়,অনীত? তৃণমূলের তাই শ‍্যাম রাখি না কূল রাখির পরিস্থিতি। তাই পাহাড় যে এবার আরো উত্তপ্ত হতে চলেছে তা পরিষ্কার।

Mailing List