ফলন বেশি হওয়াতেও কী সব্জির ভালো দাম মিলছে না উত্তর দিনাজপুরে, চিন্তা চাষিরা

ফলন বেশি হওয়াতেও কী সব্জির ভালো দাম মিলছে না উত্তর দিনাজপুরে, চিন্তা চাষিরা
তন্ময় চক্রবর্তী, উত্তর দিনাজপুর
শীতের মরশুমে লাভের আশায় ছাই। সবজি চাষ করে হতাশায় চাষিরা। মাঠে মাঠে সোনার ফসল ফলালেও বাজারদর নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। শীত মানেই হরেক রকম সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, মিষ্টি কুমড়ো বরবটি, পেঁয়াজকলি আরো কত কি। বাজার ছেয়ে যাচ্ছে টাটকা সবজিতে। কিন্তু চাষিরা সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ।
এমনই ঘটনা ঘটলো উত্তর দিনাজপুরে। সবজি চাষি মদন দাস, বীরেন্দ্র চন্দ্র দাসরা বলেন, ‘‘বিভিন্ন রকমের সব্জি চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করেছিলাম ভালো লাভ পাবো। কিন্তু দেখা যাচ্ছে দাম মিলছে না। অন্যদিকে সারের দাম থেকে শুরু করে অন্যান্য সব কিছুর দাম বেড়েছে। ফলে ক্ষতি হচ্ছে।’’
এ ব্যাপারে জেলার উপ কৃষি অধিকর্তা ডক্টর সফিকুল ইসলাম জানিয়েছেন, চলতি বছরে ফলন হয়েছে খুবই ভালো। স্বাভাবিকভাবে ফলন বেশি হলে দাম একটু কমেই। তাছাড়াও চাষিরা যেহেতু সরাসরি বাজারে বিক্রি করে না, ফোড়ে-আড়তদার হয়ে বাজারে যায়, সেক্ষেত্রে বাজারে যে দামে সব্জি বিক্রি হয়, চাষিরা সেই দাম পান না। তবে দাম খুব কম পাচ্ছে এটাও বলা যাবে না। যেহেতু সারের দাম কিছুটা বেড়েছে, অন্যান্য খরচ বেড়েছে, তাতে চাষিরা কিছু কম পাচ্ছেন এটাও ঠিক। কিন্তু উৎপাদন বেশি হলে তো দাম বেশি মেলে না। এটাও তো মানতে হবে। তবে কিভাবে চাষিরা উপকৃত হন সেটিও আমরা দেখছি।


