কোচ বদলেও লাভ হল না মহামেডানের, ভারতে মৃত্যু বাংলাদেশি ফুটবলারের

কোচ বদলেও লাভ হল না মহামেডানের, ভারতে মৃত্যু বাংলাদেশি ফুটবলারের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: মহামেডান স্পোর্টিং পাঞ্জাব রাউন্ড গ্লাস ক্লাবের কাছে ৪-০ ব্যবধানে হারলো। আই-লীগের আশা কার্যত শেষ মহামেডানের। রাউন্ড গ্লাসের বিরুদ্ধে শোচনীয় পরাজয় সাদা কালো শিবিরের। জোড়া গোল প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার হুয়ান মেরা এবং ম্যাচের সেরা লুকার। লীগের শীর্ষ স্থানে পাঞ্জাবের দলটি।
এদিকে, উত্তরবঙ্গে গয়েরকাটা তে ভেটারেনা ফুটবল খেলতে এসে বাংলাদেশের এক ফুটবলার এর মাঠের মধ্যে হার্ট অ্যাটাক এবং অকালমৃত্যু। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলা চলাকালীন মৃত্যু হলো এক বাংলাদেশী ফুটবলারের। জানা যায় বানারহাট ব্লকের গয়েরকাঁটা হাই স্কুল মাঠে ২২ ও ২৩ জানুয়ারী স্থানীয় গ্রিন ল্যান্ড ডুয়ার্স ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ১২ দলীয় চার দেশীয় ভেটারেন্স ফুটবল টুর্নামেন্ট।
প্রতিযোগিতায় প্রথম দিনে রবিবার খেলা ছিল বাংলাদেশের সঙ্গে মালদা দলের। খেলা শুরু হয়, হাড্ডাহাড্ডি খেলা চলছিলো। খেলার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যায় এক বাংলাদেশী খেলোয়াড়। প্রাথমিক চিকিৎসার মতো মেডিকেল টীম ডাক্তার কিছুই ছিল না বলে অভিযোগ। তারপর দ্রুত নিজেরাই প্রাথমিক চিকিৎসা শুরু করে মাঠে আয়োজকরা। এবং নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট্ জেনারেল হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই খেলোয়াড়ের। বাংলাদেশ দলের অধিনায়ক আরমান জানান মৃত ওই খেলোয়াড়ের নাম ডাবলু। বয়স ৫৬। বাড়ি বাংলাদেশের আরামবাগ এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের পরই ঘটনার কারণ জানা যাবে। এই ঘটনার পর রবিবার খেলা বন্ধ করে দেয় আয়োজকরা।


