চালসার কালী মন্দির থেকে মায়ের মূর্তির গয়না নিয়ে চম্পট

চালসার কালী মন্দির থেকে মায়ের মূর্তির গয়না নিয়ে চম্পট
21 Sep 2023, 08:00 PM

চালসার কালী মন্দির থেকে মায়ের মূর্তির গয়না নিয়ে চম্পট

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ মালবাজারে চালসার ঐতিহ্যবাহী মা আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের লোহার গ্রিলের গেটের তালা ভেঙে কালী মায়ের (kali godess) মূর্তির সোনা গয়না সহ দান বাক্স খুলে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুরোহিত দখতে পেয়ে খবর দেন মন্দির কমিটির কর্মকর্তাদের। এরপর মেটেলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

খবর, মন্দিরে সিসিটিভি ক্যামেরা (cctv camera)থাকলেও গত কয়েকদিন আগে সেটি খারাপ হয়েছিল। তাই সেটি মেরামতের জন্য দেওয়া হয়েছে। আর সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে বলে অনুমান। কালীবাড়ির সম্পাদক বিমলেন্দু সিংহ রায় বলেন, ‘ঘটনায় আমরা সকলেই বিস্মিত। মায়ের সোনা গয়না সহ দান বাক্স খুলে টাকা পয়সাও নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না ছিল মায়ের মূর্তিতে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।‘
১৯৮৭ সালে মা আনন্দময়ী কালীবাড়ির স্থাপিত হয়। চালসার একটি ঐতিহ্যবাহী মন্দির হল এটি। মন্দির থেকে কাছেই রয়েছে চালসা গোলাই। পুলিশও থাকে সেখানে। এমন জায়গা থেকে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Mailing List