সবং-এ পরিবেশ সচেতনতা ও চক্ষু পরীক্ষা শিবির

সবং-এ পরিবেশ সচেতনতা ও চক্ষু পরীক্ষা শিবির
আনফোল্ড বাংলা প্রতিবেদন, সবং: 'সবং সাধারণ জ্ঞান অণ্বেষণ অভীক্ষা এন্ড কালচারাল সোসাইটি'র ব্যবস্থাপনায় শুক্রবার সবং এর বড়সাহড়দা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল "জল সংকট, জল সংরক্ষণ ও পরিবেশ বিষয়ক সচেতনতা শিবির।" উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবশপ্রেমী শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী মদন মোহন পড়্যা এবং অনান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
সংস্থার প্রতিষ্ঠাতা তথা বর্তমান সম্পাদক প্রণবেশ মাইতি বলেন, "সবং এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি,জলের অপচয় বন্ধ করার প্রচার আন্দোলন আমরা শুরু করলাম।আগামী দিনে আমরা এই কর্মযজ্ঞে সরকার ও অনান্য সংগঠনকে পাশে চাই"। পাশাপাশি এদিন কাঁথির কাজলা জন কল্যাণ সমিতির সহযোগিতায় সবং-এর বন্যাপ্রবন এলাকার দরিদ্র মানুষদের জন্য একটি বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও চশমা প্রদান শিবিরের আয়োজন করা হয়।
যেখানে দুই শতাধিক রোগী চোখ পরীক্ষা করান। যাঁদের মধ্যে ১৭০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়াও এদিন প্রবল তাপপ্রবাহে তৃষ্ণার্ত পথিকদের জল ষদান করা হয়। আগামী দিনে এই ধরনের আরও কর্মসূচী করা হবে বলে জানান সংস্থার অন্যতম সদস্য গোপাল চন্দ্র সামাই।



